নওগাঁয় ফ্রেন্ডস্ প্যানেল’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে
দেশে চলছে কনকনে শীত পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় মধ্যবিত্ত ও দরিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না।এসব শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন নওগাঁ ফ্রেন্ডস প্যানেল।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল পাঁচটায় নওগাঁ ফ্রেন্ডস প্যানেল এর উদ্যোগে নওগাঁ মুক বধির বিদ্যালয় চত্বরে মধ্যবিত্ত অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে ১ টাকার বিনিময়ে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মানুষ চৌধুরী ও আব্দুল মান্নান সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ফ্রেন্ডস প্যানেল এর সভাপতি মো: রিমন হোসেন বলেন, আমাদের এই সংগঠন বিগত ৩ বছর যাবত অসহায় দরিদ্র মানুষের মাঝে হাত বাড়িয়ে দিয়েছে। আজ থেকে বিগত ১২৮ সপ্তাহ ধরে মধ্যবিত্ত ও অসহায় দরিদ্র মানুষের মাঝে ১ টাকার বিনিময়ে খাবার বিতরণ করে থাকেন।
তিনি আরো বলেন,আমরা ১ টাকা নেওয়ার কারণ হলো- কেউ যেন বলতে না পারে আমি ফ্রি কম্বল পেয়েছি। প্রত্যেকে যেন বলতে পারে স্বল্প মূল্যে কম্বল কিনে পাওয়া যায়।
এছাড়া ফ্রেন্ডস প্যানেলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, শুধু আমরাই না আমাদের এই কাজগুলো দেখে উৎসাহিত হয়ে সমাজের বিত্তবানরা হাত বাড়িয়ে দিন ও অসহায় দরিদ্রদের মাঝে।
ফ্রেন্ডস প্যানেলের সদস্যরা বলেন, আমাদের সংগঠন যুব সমাজ নিয়ে গঠিত। প্রতি বছরে অসহায় হত দরিদ্র মানুষের পাশে সারা জীবন থাকতে পারি আমাদের জন্য দোয়া করবেন। এবং আমাদের সংগঠন থেকে আজ ৮৫ জনকে শীতবস্ত্র বিতরণ করেছি।