ঢাকা ১১:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মন্ত্রীত্ব ফিরে পেতে পারেন টিউলিপ!   পলাশবাড়ী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় নিত্যপণ্যের বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ গাইবান্ধা প্রিপেইড মিটারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত করতে যশোরে এসপির অভিযান টাঙ্গাইলের চরাঞ্চলে মেধাবী ছাত্র ছাত্রীদের সম্মাননা ও ফ্রি মেডিকেল ক্যাম্প  টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবিগঞ্জের পুলিশ সুপার রেজাউল হক খানকে বিদায় সংবর্ধনা সংসদের মেয়াদ চার বছর, দু’বারের বেশি প্রধানমন্ত্রী নয় চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা

রাজশাহীতে ১৫ বছর পর জামায়াতের কর্মী সম্মেলন

রাজশাহী ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ১২ বার পড়া হয়েছে

Oplus_131072

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ১৫ বছর পর বৃহৎ পরিসরে কর্মী সম্মেলন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী । আগামী শনিবার (১৮ জানুয়ারি) ঐতিহাসিক মাদরাসা মাঠে মহানগরী ও জেলা জামায়াতের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

লক্ষাধীক কর্মী নিয়ে অনুষ্ঠিত এই সম্মেলন ঘিরে নানা প্রস্তুতি গ্রহণ করেছে দলটি।

বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগরীর রানীবাজার এলাকার এক রেস্তোরায় সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির মাওলানা ড. কেরামত আলী।

বক্তব্য রাখেন- দলটির জেলা আমির মাওলানা আব্দুল খালেক ও মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল। সঞ্চালনায় ছিলেন মহানগরীর প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন। এ সময় জেলা জামায়াতের আমীর সেক্রেটারীসহ শিল্প ও বাণিজ্য সম্পাদক প্রফেসর গোলাম সারওয়ার প্রিন্সসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির মাওলানা ড. কেরামত আলী বলেন, ২০১০ সালের ৫ ফেব্রুয়ারি রাজশাহীতে আমাদের সর্বশেষ জনসভা হয়। এরপর আর প্রকাশ্যে বড় কোনো প্রোগ্রাম হয়নি।

অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান। দলের নায়েবে আমির রাজশাহীর কৃতি সন্তান অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণের আমির রাজশাহীর পরিচিত মুখ নুরুল ইসলাম বুলবুল ও রাজশাহী অঞ্চল পরিচালক মো. শাহাবুদ্দিনসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখবেন।

ড. কেরামত আলী আরও বলেন, শনিবার সকাল ৯টায় কর্মী সম্মেলন, দুপুর ২-৩টার সময়ে নাইস কমিউনিটি সেন্টারে মহিলা কর্মী সম্মেলন, চিকিৎসক সমাবেশ হবে বিকাল ৩টা থেকে ৪ পর্যন্ত, আর বাদ মাগরিব চেম্বার ভবনে ব্যবসায়ীদের নিয়ে সমাবেশ হবে। ওইদিন ৪টা প্রোগ্রামই গুরুত্বপূর্ণ।

এ সময় মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল বলেন, এটা শুধু রাজশাহীর কর্মী সম্মেলনে। অন্যান্য জেলা থেকে কোনো গাড়ি ঢুকবে না। অন্য জেলায় আলাদাভাবে প্রোগ্রাম হবে। মাদরাসা মাঠে আমাদের রাজশাহী মহানগর ও সব উপজেলার কর্মীরা উপস্থিত হবেন। প্রায় লক্ষাধিক কর্মীর সমাগম হবে। সম্মেলন ঘিরে সংশ্লিষ্টদের সাথে কথা হয়েছে। আমাদের শৃঙ্খলা বিভাগ রয়েছে। কোনো বিশৃঙ্খলা হবে না ইনশাআল্লাহ। ফ্যাসিস্ট দলের কোনো নেতাকর্মীকে জামায়াত প্রশ্রয় দেয়নি বলেও ভিন্ন এক প্রশ্নের জবাবে জানান ইমাজ উদ্দিন মণ্ডল। কর্মী সম্মেলন সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন সমাপ্ত ঘোষণা করেন জামায়াতের রাজশাহী জেলা আমির মাওলানা আব্দুল খালেক।

এদিকে, কর্মী সম্মেলন ঘিরে পাড়া-মহল্লা ও গুরুত্বপূর্ণ পয়েন্টে টানানো হয়েছে ব্যানার, ফেস্টুন। করা হয়েছে পোস্টারিং। এছাড়া নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় পৃথক পৃথক মিছিল ও সভা করছেন জামায়াতের নেতাকর্মীরা। এতে বেশ ব্যস্ত সময় কাটছে তাদের। ১৫ বছর পর প্রকাশ্যে কর্মী সম্মেলন করতে পেরে তারা উচ্ছ্বসিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহীতে ১৫ বছর পর জামায়াতের কর্মী সম্মেলন

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

রাজশাহীতে ১৫ বছর পর বৃহৎ পরিসরে কর্মী সম্মেলন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী । আগামী শনিবার (১৮ জানুয়ারি) ঐতিহাসিক মাদরাসা মাঠে মহানগরী ও জেলা জামায়াতের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

লক্ষাধীক কর্মী নিয়ে অনুষ্ঠিত এই সম্মেলন ঘিরে নানা প্রস্তুতি গ্রহণ করেছে দলটি।

বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগরীর রানীবাজার এলাকার এক রেস্তোরায় সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির মাওলানা ড. কেরামত আলী।

বক্তব্য রাখেন- দলটির জেলা আমির মাওলানা আব্দুল খালেক ও মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল। সঞ্চালনায় ছিলেন মহানগরীর প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন। এ সময় জেলা জামায়াতের আমীর সেক্রেটারীসহ শিল্প ও বাণিজ্য সম্পাদক প্রফেসর গোলাম সারওয়ার প্রিন্সসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির মাওলানা ড. কেরামত আলী বলেন, ২০১০ সালের ৫ ফেব্রুয়ারি রাজশাহীতে আমাদের সর্বশেষ জনসভা হয়। এরপর আর প্রকাশ্যে বড় কোনো প্রোগ্রাম হয়নি।

অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান। দলের নায়েবে আমির রাজশাহীর কৃতি সন্তান অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণের আমির রাজশাহীর পরিচিত মুখ নুরুল ইসলাম বুলবুল ও রাজশাহী অঞ্চল পরিচালক মো. শাহাবুদ্দিনসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখবেন।

ড. কেরামত আলী আরও বলেন, শনিবার সকাল ৯টায় কর্মী সম্মেলন, দুপুর ২-৩টার সময়ে নাইস কমিউনিটি সেন্টারে মহিলা কর্মী সম্মেলন, চিকিৎসক সমাবেশ হবে বিকাল ৩টা থেকে ৪ পর্যন্ত, আর বাদ মাগরিব চেম্বার ভবনে ব্যবসায়ীদের নিয়ে সমাবেশ হবে। ওইদিন ৪টা প্রোগ্রামই গুরুত্বপূর্ণ।

এ সময় মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল বলেন, এটা শুধু রাজশাহীর কর্মী সম্মেলনে। অন্যান্য জেলা থেকে কোনো গাড়ি ঢুকবে না। অন্য জেলায় আলাদাভাবে প্রোগ্রাম হবে। মাদরাসা মাঠে আমাদের রাজশাহী মহানগর ও সব উপজেলার কর্মীরা উপস্থিত হবেন। প্রায় লক্ষাধিক কর্মীর সমাগম হবে। সম্মেলন ঘিরে সংশ্লিষ্টদের সাথে কথা হয়েছে। আমাদের শৃঙ্খলা বিভাগ রয়েছে। কোনো বিশৃঙ্খলা হবে না ইনশাআল্লাহ। ফ্যাসিস্ট দলের কোনো নেতাকর্মীকে জামায়াত প্রশ্রয় দেয়নি বলেও ভিন্ন এক প্রশ্নের জবাবে জানান ইমাজ উদ্দিন মণ্ডল। কর্মী সম্মেলন সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন সমাপ্ত ঘোষণা করেন জামায়াতের রাজশাহী জেলা আমির মাওলানা আব্দুল খালেক।

এদিকে, কর্মী সম্মেলন ঘিরে পাড়া-মহল্লা ও গুরুত্বপূর্ণ পয়েন্টে টানানো হয়েছে ব্যানার, ফেস্টুন। করা হয়েছে পোস্টারিং। এছাড়া নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় পৃথক পৃথক মিছিল ও সভা করছেন জামায়াতের নেতাকর্মীরা। এতে বেশ ব্যস্ত সময় কাটছে তাদের। ১৫ বছর পর প্রকাশ্যে কর্মী সম্মেলন করতে পেরে তারা উচ্ছ্বসিত।