শৈত্যপ্রবাহের আভাস, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫ ২৯ বার পড়া হয়েছে
সারা দেশে সোমবার (১৩ জানুয়ারি) থেক শীত কিছুটা বাড়তে পারে। সেই সাথে মঙ্গলবার বা বুধবার থেকে দিন-রাতের তাপমাত্রা কমে শীতের অনুভূতি খানিকটা বাড়তে পারে। বুধ বা বৃহস্পতিবার দেশের কিছু অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহও থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শৈত্যপ্রবাহ আসতে পারে আগামী ১৯ বা ২০ জানুয়ারি থেকে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, সোমবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এর ফলে দিনের বেলা শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে। তবে মঙ্গল বা বুধবার থেকে মূলত দিন ও রাতের তাপমাত্রা কমে শীত খানিকটা বাড়তে পারে।
বুধবার দেশের দু-একটি অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহও থাকতে পারে। ১৯ বা ২০ জানুয়ারির দিকে শৈত্যপ্রবাহ কিছুটা বিস্তৃত পরিসরে আসতে পারে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা কম।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
তবে রংপুর বিভাগের দু’এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে সামান্য বাড়তে পারে রাতের তাপমাত্রা। মঙ্গলবার রাতের তাপমাত্রা আবার কিছুটা কমতে পারে।
আগামী কিছুদিন শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
আবহাওয়াবিদরা বলেন, দুই-তিন দিন সারা দেশে কুয়াশা কম থাকতে পারে। আগামী বুধ বা বৃহস্পতিবারের দিকে আবার কুয়াশা কিছুটা বাড়তে পারে।