আমতলীতে জেলা প্রশাসকের সচেতনতামুলক সভা
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫ ২১ বার পড়া হয়েছে
মাদকদ্রব্য সেবনের অপকারিতা, নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার এবং ডেঙ্গুসহ অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম সচেতনতামুলক সভা করেছেন। আমতলী একে সরকারী পাইলক মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে সোমবার এ সভা হয়।
জানাগেছে, মাদকদ্রব্য সেবনের অপকারিতা, নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার এবং ডেঙ্গুসহ অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সচেতন করতে বরগুনা জেলা প্রশাসক সচেতনতামুলক সভার উদ্যোগ নেয়। তারই ধারাবাহিকতায় সোমবার আমতলী একে সরকারী পাইলট মাধমিক বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাথে বরগুনা জেলা প্রশাসক সচেতনতামুলক সভা করেছেন।
এতে সভাপতিত্ব করেছেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ তারেক হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ অলি আহাদ ও একে সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমান। সভায় ওই বিদ্যালয়ের অন্তত কয়েকশত শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেয়।