পিকআপ-ট্রাকের সংঘর্ষে পিকআপ চালক নিহত, আহত ২
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের নড়াইল সদর উপজেলার হাওয়াইখালি ব্রিজ এলাকায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দয়াল দাস (২৮) নামে এক পিকআপ চালক নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক আশিকুর ও তার সহকারী আরিফ গুরুতর আহত হয়েছে।
সোমবার (৬জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত দয়াল দাস যশোর জেলার কেশবপুর উপজেলার সুজাপুর গ্রামের নারান দাসের ছেলে। আহত ট্রাকচালক আশিকুর নড়াইল সদর উপজেলার দারিয়াপুর গ্রামের ও সহকারী আরিফ মোল্যা একই উপজেলার মুলদাইড় গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নড়াইল সদর উপজেলার কালনা নড়াইল-বেনাপোল মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় যশোরগামী মুরগী পরিবহনকারী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকআপ ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় পিকআপের চালক দয়াল দাস কে আহত অবস্থায় নড়াইল আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান। অপর দিকে ট্রাকের চালক আশিকুর ও তার সহকারী আরিফ গুরুতর আহত হন। পরে ট্রাক চালক ও তার সহকারীকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ট্রাক চালক কে ঢাকায় ও চালকের সহকারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে।
নড়াইলের তুলরামপুর হাইওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হন্তান্তর করা হবে।