সংবাদ শিরোনাম ::
শরণখোলা আঞ্চলিক অফিস
শরণখোলায় পারিবারিক মন্দিরে চুরি
আবু হানিফ, বাগেরহাট
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১৯:০৩ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে
শরণখোলার পল্লীতে একটি পারিবারিক মন্দিরের তালা ভেঙ্গে মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে মালদ্বীপ প্রবাসী রবিন কীর্তুনিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
গৃহকত্রী সুখী রানী জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে কে বা কারা তাদের পারিবারিক শ্রী শ্রী হরি মন্দিরের তালা ভেঙ্গে পিতলের থালা, বাটি, গøাস সহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায় । এ সময় মন্দিরের গীতা বইয়ের মধ্যে থাকা পুজারীদের মানতের কিছু টাকাও চুরি করে নিয়ে যায় তারা। চুরির ঘটনায় তার পরিবার আতংকের মধ্যে রয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে শরণখোলা থানার অফিসার্স ইনচার্জ মোঃ শহিদুল্লাহ বলেন, বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমে শুনেছেন। ঘটনাস্থল পরিদর্শনের জন্য তাফালবাড়ি পুলিশ ক্যাম্পের আইসিকে পাঠানো হয়েছে।