ঢাকা ০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রুকু শেখ হত্যায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইল প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইলের নড়াগাতী থানার চৌরখালী দক্ষিণপাড়া গ্রামে রুকু শেখ হত্যা মামলায় কুদ্দুস ফকির (৫০)নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২জানুয়ারি) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ শাজাহান আলী এই রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামী কুদ্দুস ফকির নড়াগাতী থানার চৌরখালী দক্ষিণপাড়া গ্রামের মৃত পরান ফকিরের ছেলে। রায় ঘোষনা কালে কুদ্দুস ফকির আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণ সুত্রে জানা যায়, নড়াগাতী থানার চোরাখালি গ্রামের রুকু শেখের বোন চায়না বেগমের সঙ্গে ত্রিশ বছর আগে বিয়ে হয় একই গ্রামের কুদ্দুস ফকিরের। বিয়ের পর থেকে চায়না বেগমকে নির্যাতন করতেন কুদ্দুস ফকির। ২০১৮ সালের দিকে সংসার ত্যাগ করে বাবার বাড়িতে চলে আসে চায়না বেগম। ২০২১ সালের শেষের দিকে চায়না বেগমকে আবার সংসারে ফেরত নিতে চান কুদ্দুস ফকির। একই বছর ৩ ডিসেম্বর নিজ বাড়ির পাশে নবগঙ্গা নদীতে গোসল করতে যায় চায়না বেগম এর ভাই রুকু শেখ। তখন রুকু শেখের কাছে চায়না বেগমকে ফেরত পাঠানোর কথা বলেন কুদ্দুস ফকির। এসময় দু’জনের মধ্যে কথা কাটাকাটি একপর্যায়ে কুদ্দুস ফকির লোহার শাবল দিয়ে রুকু শেখের মাথায় আঘাত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী মানোয়ারা বেগম বাদী হয়ে নড়াগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১২ জনের স্বাক্ষী গ্রহণ শেষে ঘটনা প্রমানিত হওয়ায় বৃহস্পতিবার দুপুরে আদালত এই রায় ঘোষনা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) এ্যাভোকেট কাজী জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রুকু শেখ হত্যায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

সংবাদ প্রকাশের সময় : ০৫:০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

নড়াইলের নড়াগাতী থানার চৌরখালী দক্ষিণপাড়া গ্রামে রুকু শেখ হত্যা মামলায় কুদ্দুস ফকির (৫০)নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২জানুয়ারি) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ শাজাহান আলী এই রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামী কুদ্দুস ফকির নড়াগাতী থানার চৌরখালী দক্ষিণপাড়া গ্রামের মৃত পরান ফকিরের ছেলে। রায় ঘোষনা কালে কুদ্দুস ফকির আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণ সুত্রে জানা যায়, নড়াগাতী থানার চোরাখালি গ্রামের রুকু শেখের বোন চায়না বেগমের সঙ্গে ত্রিশ বছর আগে বিয়ে হয় একই গ্রামের কুদ্দুস ফকিরের। বিয়ের পর থেকে চায়না বেগমকে নির্যাতন করতেন কুদ্দুস ফকির। ২০১৮ সালের দিকে সংসার ত্যাগ করে বাবার বাড়িতে চলে আসে চায়না বেগম। ২০২১ সালের শেষের দিকে চায়না বেগমকে আবার সংসারে ফেরত নিতে চান কুদ্দুস ফকির। একই বছর ৩ ডিসেম্বর নিজ বাড়ির পাশে নবগঙ্গা নদীতে গোসল করতে যায় চায়না বেগম এর ভাই রুকু শেখ। তখন রুকু শেখের কাছে চায়না বেগমকে ফেরত পাঠানোর কথা বলেন কুদ্দুস ফকির। এসময় দু’জনের মধ্যে কথা কাটাকাটি একপর্যায়ে কুদ্দুস ফকির লোহার শাবল দিয়ে রুকু শেখের মাথায় আঘাত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী মানোয়ারা বেগম বাদী হয়ে নড়াগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১২ জনের স্বাক্ষী গ্রহণ শেষে ঘটনা প্রমানিত হওয়ায় বৃহস্পতিবার দুপুরে আদালত এই রায় ঘোষনা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) এ্যাভোকেট কাজী জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।