নওগাঁয় আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
নওগাঁর মহাদেবপুরে প্রকাশ্য দিবালোকে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে। চুরির সাথে জড়িত আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্য গ্রেফতার ও চুরি যাওয়া মালামাল উদ্ধার করে পুলিশ।
বুধবার (১ জানুয়ারি) দুপুর ১টায় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান।
গত পরিবার (২৬ ডিসেম্বর) মহাদেবপুর উপজেলার মধ্যবাজারে মায়ামনি জুয়েলার্স থেকে, দুইলক্ষ ১৩ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের ব্রেসলেট, ২টি স্বর্ণের চেইন চুরি হয়। পরে শ্রী অনিমেষ চন্দ্র চুরির ঘটনায় মদেবপুর থানায় একটি অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ারের দিকনির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার,মহাদেবপুর সার্কেলের জয়ব্রত পাল, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসমত আলীর নেতৃত্বে সিসিটিভি ফুটেজ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় দিনাজপুর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা স্বর্ণ চোর দলের সক্রিয় ৩ সদস্যকে, ব্রেসলেট, স্বর্ণের চেইন, চোরাই স্বর্ণ বিক্রির, এক লক্ষ ৫৯ হাজার টাকা ও চুরির কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার জব্দ সহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রাবেয়া বেগম বয়স (৫৫) মনোয়ারা বেগম বয়স (৩০) ও মোঃ রমজান আলী বয়স (৪৬) উভয় দিনাজপুর জেলার কলাতলী থানার বাসিন্দা। উদ্ধারকৃত মালামাল জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে এবং আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।