সংবাদ শিরোনাম ::
দুই বাইকের সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যু
সুজন কুমার মন্ডল,জয়পুরহাট
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ২০ বার পড়া হয়েছে
জয়পুরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াত নেতা দেলোয়ার হোসেনের (৩৫) মৃত্যু হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকাল ৮ টায় জয়পুরহাট সদর উপজেলার গুয়াবাড়ি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দেলোয়ার হোসেন সদর উপজেলার চৌমুহুনী দণ্ডপানি গ্রামের মাফেজ উদ্দিনের ছেলে। তিনি জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলা শাখার সভাপতির দায়িত্বে ছিলেন।
স্থানীয় এলাকা বাসী ও পুলিশ সুত্রে জানা যায়, জয়পুরহাট শহরে যাওয়ার পথে আমাদের গুয়াবাড়ি ঘাট এলাকায় পৌছালে পথিমধ্যে বিপরীত দিক থেকে আরেকটি মোটরসাইকেল এসে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়, সে সময় আঘাত লেগে ঘরেরাস্থলেই তার মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ঘটনাটি নিশ্চিত করেছেন।