মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ২২ বার পড়া হয়েছে
কুমিল্লার চৌদ্দগ্রামে বীর প্রতিক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার প্রতিবাদে সোমবার (৩০ ডিসেম্ব) সকালে ডিবি রোডে গাইবান্ধা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলি আকবরের সঞ্চালনায় ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহ্বায় মাহমুদুল হক শাহজাদার সভাপতিত্বে এ মানববন্ধনে প্রাক্তন ডেপুটি কমান্ডার ওয়াসিকার মোহাম্মদ ইকবাল মাজু,বীর মুক্তিযোদ্ধা বাছেদ সরকার, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান চানসহ অন্যান্যরা।
এ মানববন্ধনে বক্তারা বলেন, একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাকে যেভাবে জুতার মালা পরিয়ে হেনস্তা করা হয়েছে এটা স্বাধীনতাকে হেনস্তা করা হয়েছে। হামলাকারীরা যে শিক্ষায় শিক্ষিত হয়েছেন তাদের বাবারও যদি মুক্তিযোদ্ধা হতো তাহলে তারা তাদের বাবার গলাতেও জুতার মালা পরাতো? একজন মানুষ অপরাধী হতে পারে, তার নামে মামলা থাকতে পারে তার মানে এই নয় যে তাকে জুতার মালা পরাবেন। তার অপরাধের জন্য রায় দেবে আদালত। একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কতবড় অসহায় হলে জুতার মালা পরিয়ে তাকে আপনার কাছে হাত জোড়ে মাফ চাইতে হবে। এই লজ্জা জাতির, এই লজ্জা এই বাংলাদেশের সকলের। শুধু বীর মুক্তিযোদ্ধা কানুকে নয়, যারা স্বাধীনতার পক্ষের লোক আছে তাদের সকলের গলায় এই জুতার মালা পড়ানো হয়েছে। মুক্তিযোদ্ধাদের প্রতি এমন আচরণের প্রেক্ষিতে আমাদের কেবল প্রতিবাদ, শোক এবং নিন্দা জানানোর ক্ষমতাই অবশিষ্ট রয়েছে।
বক্তারা আরো বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।