বিধবা মাহফুজার সাথে মানবাধিকার লঙ্ঘন!
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ১৯০ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুরের এক বিধবা মহিলার সাথে মানবাধিকারের চরম লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো হচ্ছে- প্রভাবশালী মহল কর্তৃক বাড়ির জায়গা দখল,বাড়ির সাথে ঘেষা অনুমোদনবিহীন দুর্গন্ধযুক্ত বাণিজ্যিক পোল্ট্রি খামার ও আবেদন করেও দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুতের সংযোগ না পাওয়াসহ আরো কয়েকটি বিষয়।
এসব নিয়ে ভুক্তভোগী ওই মহিলা
এ বিষয়ে সোমবার (৩০ ডিসেম্বর) জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন। ভুক্তভোগী ওই মহিলার নাম মাহফুজা বেগম (৫৫)। বাড়ি উপজেলা চৌমুহনী ইউপির কালিকাপুর গ্রামে।
লিখিত অভিযোগ ও ভুক্তভোগীর বক্তব্য সূত্রে জানা যায়, মাহফুজার স্বামী আবেদ আলী স্থানীয় হিন্দুদের কাছ থেকে ১৫ শতক জায়গা কিনে বাড়ি করেন। কিন্তু তার স্বামী আবেদ আলী মারা যাওয়ার পর স্থানীয় প্রভাবশালীরা জোরে বাড়ির ৫ শতাংশ জায়গা দখল করে নেন।এছাড়া প্রভাবশালী মহলের ক্রমাগত হুমকি-ধমকিতে তার জীবন চরম বিপন্ন এছাড়া তার বাড়ির সাথে ঘেঁষে স্থানীয় একটি এগ্রো কোম্পানীর বাণিজ্যিক মুরগির খামারের দুর্গন্ধ ও মাছির যন্ত্রণায় তার জীবন অতিষ্ঠ। এতে তার পরিবারের সদস্যদের প্রায়ই অসুস্থ থাকতে হয়।স্থানীয় পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করেও পাননি কোন ফল।এসব নিয়ে বিভিন্ন জায়গায় বিচার দিলেও কোনো প্রতিকার পাননি।এছাড়া তার পরিবারে আয়ের লোক না থাকায় চরম আর্থিক সংকটে দিন যাচ্ছে তার।
অন্যদিকে পল্লি বিদ্যুতের সংযোগ পাওয়ার জন্য আবেদন ৩ বছর পার হলেও মিলছে না বাড়িতে বিদ্যুৎ সংযোগ। একটি মহর চক্রান্ত করে তার সংযোগ বন্ধ রেখেছে।
ভুক্তভোগী মাহফুজা বেগম বলেন, দুর্বৃত্তরা আমার বাড়িঘর দখল করে ফেলেছে, বাড়ির সাথে লাগা দুর্গন্ধযুক্ত পোল্ট্রি খামার, বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই। আমার সাথে এমন মানবাধিকারের লঙ্ঘন উপজেলায় বোধহয় আর কেউ নেই। আমি প্রতিরাত্রে এসব থেকে পরিত্রাণের জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করে যাচ্ছি। প্রতিদিন ভাবি কেউ না কেউ এসে আমাকে এই বিপদ থেকে রক্ষা করবেন।
স্থানীয় ইউপি সদস্য মোঃ জামাল মিয়া জানান, মাহফুজা নানামুখী নির্যাতনের স্বীকার। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কতটুকুই বা সমাধান করা সম্ভব। আমরাও চাই সকল অধিকার নিয়ে জীবন যাপন করুক।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এইমাত্র বিষয়টি আমি জানলাম।খোঁজখবর নিয়ে সাধ্যমত ব্যবস্থা নেওয়া হবে।