সংবাদ শিরোনাম ::
শরণখোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
আবু হানিফ, বাগেরহাট
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৬:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
শরণখোলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ। রবিবার (২৯ ডিসেম্বর) রাতে শরণখোলা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শরণখোলা উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ শরণখোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করতে আসেন। এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন শরণখোলা উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ ছরোয়ার হোসাইন বাদল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মোঃ রিয়াদুল ইসলাম রিয়াদ প্রমূখ। শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সাংবাদিকদের প্রতি সার্বিক সহযোগিতার আহবান জানিয়েছেন।