তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র সমাবেশ
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিশাল সমাবেশ করেছে বিএনপি। শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বাগেরহাটের রামপাল উপজেলার বেতকাটা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাবেশে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
ভোজপতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক প্রিন্সের সভাপতিত্বে সমাবেশ ড. ফরিদ বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা হচ্ছে, বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রকে কি করে এগিয়ে নিতে হবে তার একটি রূপরেখা। রাষ্ট্র সংস্কার নিয়ে দুই বছর পূর্বে নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। দূর্নীতি ঠেকাতে পারলে শিক্ষা ও স্বাস্থ্য খাত এগিয়ে যাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবানে শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতি, পরিবেশসহ সকল দফা সংযোজন করা আছে ৩১ দফায়। দেশকে এগিয়ে নিতে বিএনপি প্রত্যেকটি মানুষ নিরাপত্তা দিতে প্রতিশ্রæতিবদ্ধ। দলে লুটপাটকারী, ধান্ধাবাজদের কোন আশ্রয় হবে না। সকলে কাঁধেকাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা গণমানুষের মধ্যে ছড়িয়ে দিতে তৃনমূলের নেতাকর্মী ও সমর্থকের কাজ করতে হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রামপাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারি, রামপাল উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়াল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়র রহমান প্রমূখ।