যশোরে মাদকদ্রব্যের মহাপরিচালক
দেশে মাদকাসক্তদের ৮০ শতাংশই তরুণ
- সংবাদ প্রকাশের সময় : ০৩:২৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ ৮১ বার পড়া হয়েছে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেছেন, আমাদের দফতর ছাড়াও মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব (RAB), বিজিবিসহ বিভিন্ন সংস্থা কাজ করলেও আমরা হিমশিম খাচ্ছি। সেকারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পরিবার থেকেও এগিয়ে আসতে হবে।
রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘মাদক অপব্যবহার প্রতিরোধে করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার শুধু বাংলাদেশের নয়, গোটা বিশ্বের সমস্যা। বাংলাদেশের মাদকাসক্তদের মধ্যে প্রায় ৮০ শতাংশ তরুণ। আমাদের তরুণ সমাজকে রক্ষা করতে অবশ্যই সকলকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে লড়াই করতে হবে।
যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে আলোচনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের খুলনা বিভাগীয় অতিরিক্ত উপপরিচালক আহসানুর রহমান, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক আহসান কবীর প্রমুখ।
সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের উপপরিচালক আসলাম হোসেন।
তিনি জানান, চলতি বছরের জানুয়ারি থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়কালে যশোরে ১৫০১টি অভিযান পরিচালনা করা হয়। ওই সময়কালে মামলা হয়েছে ৪৫৭টি। মোবাইল কোর্ট পরিচালনা হয় ২৮৫ বার। একই সময়কালে গ্রেফতার করা হয়েছে ৪৩৬ জনকে।
তিনি জানান, উল্লিখিত সময়কালে ৫১ কেজি ৩৩০ গ্রাম গাঁজা, ৪০৩৩ পিস ইয়াবা, ১৪৩ বোতল ফেনসিডিল, ৩২.২ লিটার স্পিরিট, ট্যাপেন্টাডল ট্যাবলেট ৯০ পিস উদ্ধারসহ জব্দ করা হয়েছে ৬ লাখ ৩৭ হাজার ৭০০ টাকা।
সেমিনারে বলা হয়, যশোরে ২৪১৩ টি বিচারাধীন মামলা রয়েছে । এর মধ্যে রায় হয়েছে ৫০০টি মামলার। যাতে সাজা হয়েছে ১৯২টি এবং খালাস দেয়া হয়েছে ৩১৬টি মামলায়।
তিনি জানান, মাদকদ্রব্যের অপব্যবহাররোধে যশোরে তরুণদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা, সাঁতার প্রতিযোগিতা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ স্কুল কলেজ মাদ্রাসায় আলোচনাসভার আয়োজন করা হয়েছে।