আগের বছরের চেয়ে ‘কমছে’ হজযাত্রী
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
২০২৫ সালে বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জনকে হজ পালনের সুযোগ দিচ্ছে সৌদি সরকার। কমানো হয়েছে খরচও। এরপরও হজের জন্য প্রাথমিক নিবন্ধনে এই কোটা পূরণ হয়নি।
আগামী বছরের হজের প্রাথমিক নিবন্ধনের সময় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) শেষ হয়েছে। সর্বশেষ তথ্যমতে, আগামী হজের জন্য এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের বিপরীতে প্রাথমিক নিবন্ধন করেছেন ৮৩ হাজার ৫৮৭ জন। যা গত বছরের চেয়ে এক হাজার ৬৭০ জন কম। চূড়ান্ত নিবন্ধনে এ সংখ্যা আরও কমতে পারে।
হজ পোর্টালের তথ্যানুযায়ী, এবছর হজের জন্য যে ৮৩ হাজার ৫৮৭ জন প্রাথমিক নিবন্ধন সেরেছেন, তার মধ্যে সরকারি মাধ্যম বেছে নিয়েছেন ৪ হাজার ৯৮০ জন। বাকি ৭৮ হাজার ৫৪৭ জন বেসরকারি মাধ্যমে হজে যেতে চান। যারা প্রাথমিক নিবন্ধন সেরেছেন, তাদেরকে আগামী ১৫ জানুয়ারির মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে বলেছে সরকার।
শুক্রবার (২৭ ডিসেম্বর) হজ অনুবিভাগের উপ সচিব মামুন আল ফারুক জানান, ২০২৫ সালের জন্য হজের প্রাক, প্রাথমিক নিবন্ধনের সময়সীমা আর বাড়ছে না। আমাদের শিগগির সৌদি সরকারকে কোটা পাঠিয়ে দিতে হবে।
খাবার খরচ যুক্ত করে বেসরকারি ব্যবস্থাপনায় ঘোষিত সাধারণ হজ প্যাকেজে এবার ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার টাকা। আর বিশেষ হজ প্যাকেজের ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ৯৯ হাজার টাকা। এর সঙ্গে কোরবানি বাবদ ৭৫০ রিয়ালের সমপরিমাণ অর্থ সঙ্গে নিতে হবে।
অন্যদিকে এবার বিমান ভাড়া প্রায় ২৭ হাজার টাকা কমিয়ে সরকারি ব্যবস্থাপনার প্যাকেজের মূল্য কমানো হয়েছে। তবে এবার খাবার খরচ হজ প্যাকেজে ধরা হয়নি। সরকারিভাবে এবার প্যাকেজ-১ এর সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। আর যারা সাধারণ প্যাকেজ-২ নেবেন, তাদের সর্বনিম্ন খরচ দিতে হবে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। এর সঙ্গে খাবার বাবদ আরও ৪০ হাজার টাকা এবং কোরবানি বাবদ ৭৫০ সৌদি রিয়ালও গুনতে হবে। সেই হিসাবে হজ প্যাকেজের খরচ আগের চাইতে খুব একটা হেরফের হয়নি।