সড়ক নির্মাণে নিম্নমানের ইট , সরবরাহ করেন ইউপি সদস্য
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
হাতে নিয়ে চাপ দিলেই ভেঙ্গে গুরি হয়ে যাচ্ছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বলভদ্রপুর, কালিখোলা-বালিয়াডাঙ্গা সড়ক নির্মানে ব্যবহৃত ইটের খোয়া। অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠান ডিজি বাংল’র হয়ে স্থানীয় সাবেক এক ইউপি সদস্য নিম্নমানের এ খোয়া সরবারহ করেছেন।
বিষয়টি টের পেয়ে প্রতিবাদ করলে ওই ইউপি সদস্যের মারধোরের শিকারও হয়েছেন স্থানীয়রা। এমন অবস্থায় স্থানীয়দের তীব্র প্রতিবাদে কাজ বন্ধ করতে বাধ্য হয় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। ঠিকাদারী প্রতিষ্ঠানের দাবি, স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য বাবুল শেখ এই খোয়া সরবরাহ করছেন।
ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে সড়কের দায়িত্বে থাকা প্রকৌশলী মোঃ মোরশেদ বলেন, সরবরাহকারী বাবুল শেখ ভাল খোয়া দেখিয়ে আমাদের নিম্নমানের খোয়া দিয়েছে। উপজেলা প্রকৌশলীর নির্দেশনা অনুযায়ী আমরা খোয়া অপসারণ শুরু করেছি। ভাল মানের নির্মান সামগ্রী দিয়েই কাজ করা হবে বলে জানান তিনি।
স্থানীয় জায়েদ শেখ নামের এক ব্যক্তি বলেন, খোয়া এত পচাঁ যে চাপ দিলেই ভেঙ্গে যায়। রাবিশ খোয়া দিয়ে রাস্তা করা যাবে না এটা বললে, খোয়া সরবরাহকারী মাহবুবুল হক বাবুল ওরফে বাবুল মেম্বর আমাকে ও আমার ছোট ভাইকে মারধর করে। আমরা তার বিচার চাই।
স্থানীয় সাবেক ইউপি সদস্য হেমায়েত শেখ বলেন, সড়কটি নির্মানের শুরু থেকেই মাহবুবুল হক বাবুল শেখ নামের স্থানীয় এক ব্যক্তি নানা জটিলতা সৃষ্টির চেষ্টা করেছে। এখন নিম্ন মানের খোয়া দিয়ে রাস্তা করার চেষ্টা করছে। লোকজন বাঁধা দিলে বিএনপি নেতা পরিচয় দিয়ে তাদের মারধর করে এবং ভয় ভীতি দেখায়। বিএনপি-আওয়ামী লীগ বুঝিনা আমাদের দাবি একটাই রাস্তা নির্মান হবে ভাল খোয়া দিয়ে।
এ বিষয়ে কথা বলার জন্য খোয়া সরবরাহকারী মাহবুবুল হক বাবুল ওরফে বাবুলকে মুঠোফোনে কল করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
মোরেলগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সাথে ঠিকাদারকে সড়কে ব্যবহার করা নিম্নমানের খোয়া অপসারণ করতে বলা হয়েছে।ঠিকাদার নিম্নমানের খোয়া অপসারণ শুরু হয়েছে। ভালমানের নির্মান সামগ্রী দিয়েই কাজ করতে হবে। সড়কের কাজে কোনভাবে নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহার করতে পারবে না বলেও জানান এই প্রকৌশলী।
মোরেলগঞ্জ উপজেলা প্রকৌশলীল দপ্তরের তথ্য অনুযায়ী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)‘র কালিখোলা বলভদ্রপুর কালিমন্দির-বালিয়াডাঙ্গা পর্যন্ত ২কিলোমিটার পিচের সড়ক ও একটি কালভার্ট নির্মান হচ্ছে। ২ কোটি ৩৪ লক্ষ টাকা ব্যয়ে ডিজি বাংলা নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে। চলতি বছরের ৩০ জুন কাজ শেষ হওয়ার কথা থাকলেও, সময় বৃদ্ধি করেছে এলজিইডি কর্তৃপক্ষ।