মাধবপুরে কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে
হবিগঞ্জের ব্যাটালিয়ন (৫৫) বিজিবি’র একটি বিশেষ টহলদলের অভিযানে বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস এবং জিরা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানা যায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫) বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ বি এম শাহরিয়ার সুমনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।
বুধবার(২৫ ডিসেম্বর) ১০টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলাধীন ঢাকা- সিলেট মহাসড়কের জগদীশ পুর নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মালামাল বোঝাই ট্রাক টহল দলের নিকটবর্তী হলে টহল দল কর্তৃক ট্রাকটি থামার সিগন্যাল দেয়। টহল দলের উপস্থিতি টের পেয়ে ড্রাইভার ট্রাকটি রেখে দ্রুত পালিয়ে যায়।
আটককৃত ট্রাকটি তল্লাশি করে ভারতীয় ২ হাজার ৩ শত ২৫ কেজি জিরা এবং ৪৮ হাজার ৯ শত ২ পিস ভারতীয় বিভিন্ন প্রকার উন্নত মানের কসমেটিকস সামগ্রী যার আনুমানিক মূল্য ১ কোটি ১৪ লাখ ৪০ হাজার ১ শত টাকার পণ্য সামগ্রী জব্দ করা হয়।
হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ বি এম শাহরিয়ার সুমন এসি বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ভারতীয় কসমেটিকস সামগ্রী এবং জিরা সহ পণ্য গুলো হবিগঞ্জ কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়াও তিনি আরও জানান, অত্র ব্যাটালিয়ন কর্তৃক চোরাচালান বিরোধী কার্যক্রম অভিযান অব্যাহত থাকবে।