চাঁপাই সীমান্তে ইয়াবাসহ ২ জন আটক
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্তে ইয়াবাসহ ২ জনকে আটক করেছে ৫৩ বিজিবি।
বুধবার (২৬ ডিসেম্বর) রাত ১২টা ৩০ মিনিটে ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল তাদের আটক করে।
বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১২টা ৩০ মিনিটে একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের চরহাসানপুর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ২ জন ব্যক্তিকে ০১টি ব্যাগ নিয়ে আসতে দেখতে পায়। টহলদল তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় থামার সংকেত দিলে তারা ঘন কুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরবর্তীতে টহলদল তাদেরকে ধাওয়া করে মো. জিফরুল (৫০), পিতা মো. ইসমাইল, গ্রাম-কাঁটাপাড়া এবং মো. জাহাঙ্গীর (৪০), পিতা- ওহাব, গ্রাম-গমেরচর, উভয়ের পোস্ট- বাবুপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ১৩০০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত ইয়াবাসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।