সংবাদ শিরোনাম ::
ডিমের আড়তে মুখে লাল কাপড় বেধে ডাকাতি (ভিডিও)
সোহরাব হোসেন সৌরভ, রাজশাহী
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
রাজশাহী মহানগরের ডাবতলা মোড়ে ডিমের আড়তে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত ৮ টার দিকে আব্দুল করিমের আড়তে এ ঘটনা ঘটে।
তিনি জানান, ২০/৩০ জনের একটি ডাকাত দল আমার প্রতিষ্ঠানে হামলা করে। মুখে লাল কাপড় বেধে আগে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে তারা। এরপর বেধড়ক মারধর করে আমার লোকজনকে। টাকা পয়সা যা ছিল লুট করে নিয়ে যায় তারা।
তিনি আরো জানান, এই নিয়ে রাজপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।রাজপাড়া থানার ডিউটি অফিসার জানান, ওসি বাইরে রয়েছেন, তিনি আসলে অভিযোগ টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।#