যৌতুকের দাবীতে গৃহবধূকে নির্যাতন, থানায় অভিযোগ
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ ২৩ বার পড়া হয়েছে
সাদুল্যাপুরের পল্লীতে যৌতুকের দাবীতে ২ সন্তানে জননী স্ত্রী সাহিদা খাতুনকে শারীরিক নির্যাতন করার অভিযোগে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভুগির বাবা আব্দুল হামিদ মোল্লা ওরফে আলা মিয়া।
ঘটনাটি ঘটেছে গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বকশীগঞ্জ বোয়ালীদহ গ্রামে।
থানার অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, বিগত ২০ বছর পূর্বে বোয়ালীদহ গ্রামের মৃত কাদের মন্ডলের পুত্র মিজানুর রহমানের সাথে একই উপজেলার ইদিলপুর ইউপির মাজমপুর গ্রামের আব্দুল হামিদ মন্ডলের কন্যা সাহিদা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক লোভী স্বামী মিজানুর রহমান যৌতুকের জন্য স্ত্রী সাহিদাকে শারিরিক ও মানষিক নির্যাতন করাসহ বিভিন্ন সময়ে মারপিট করে আসছে। এমতাবস্থায় গত ১৯ ডিসেম্বর রাত ৯ ঘটিকার সময় সাহেদার নিকট স্বামী মিজানুর রহমান এক লক্ষ টাকা যৌতুক দাবী করে। দাবীকৃত টাকা দিতে অস্বীকার করলে মিজানুরসহ তার বাড়ির লোকজন সাহিদা খাতুনকে বেধরক মারপিট করে রক্তাক্ত জখম করে। এ সময় সাহিদা খাতুনের ডাকচিৎকারে প্রতিবেশি লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। নির্যাতনের শিকার গৃহবধু এখবর মোবাইল ফোনে তার বাবাকে জানালে এ ব্যাপারে সাহিদার পিতা বাদী হয়ে ৪ জনকে বিবাদী করে সাদুল্লাপুর থানায় একটি অভিযোগ দাখিন করেন।
অভিযোগ পেয়ে ধাপেরহাট ফাড়ীর পুলিশ গত মঙ্গলবার সন্ধায় ঘটনাস্থল পরিদর্শন করে গুরুতর আহত গৃহবধূ সাহিদা বেগমকে স্বামীর বাড়ি হতে উদ্ধার করে চিকিৎসার জন্য তার বাবার জিম্মায় হাসপাতালে পাঠিয়ে দেয়। বর্তমানে নির্যাতিতা গৃহবধূ পলাশবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। নির্যাতিতা গৃহবধুকে উদ্ধারকালে তার স্বামী মিজানুর পলাতক ছিলো। বর্তমানে সাহিদা হাসপাতালের বেডে যন্ত্রনায় কাতরাচ্ছে।