একাদশ শ্রেণির বিভাগ পরিবর্তন শুরু ২৯ ডিসেম্বর
- সংবাদ প্রকাশের সময় : ১২:১০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
চলতি বছরের একাদশ শ্রেণির (২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের বিষয়, বিভাগ ও ভর্তি বাতিল কার্যক্রম শুরু হবে ২৯ ডিসেম্বর। যা চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। স্ব স্ব শিক্ষা বোর্ড এর ফি নির্ধারণ করবে।
রোববার (২২ ডিসেম্বর) রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কার্যক্রমের জন্য নিজ কলেজে আবেদন করবে। কলেজগুলো এই আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত ফি দেয়া সাপেক্ষে ভর্তি ওয়েবসাইটে কলেজের ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে বিষয় ও বিভাগ পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম সম্পন্ন করবে।
আরও বলা হয়, এ কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগের প্রয়োজন নেই। একাদশ শ্রেণির অনলাইন টিসি ও বিটিসি কার্যক্রমের সময়সূচি পরবর্তীতে জানানো হবে।