বিএনপির মহিলা দলের কমিটিতে আওয়ামী লীগ নেত্রী
- সংবাদ প্রকাশের সময় : ১২:০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
বিতর্কিত মহিলাদল পলাশবাড়ী উপজেলা শাখার মহিলাদল কমিটি প্রকাশের দুইদিন পর স্থগিত করেছে গাইবান্ধা জেলা কমিটি।
গত ২০ ডিসেম্বর উক্ত কমিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। সেখানে উঠে আসে উক্ত কমিটির সভাপতি ও সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের সাথে যুক্ত। এ কমিটি প্রকাশের পর বিএনপি ও অঙ্গসংগঠনের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ায় সৃষ্টি হয়। অর্থ নিয়ে এ কমিটি প্রদান করা হয়েছে বলে প্রকাশ্যে এবং ফেসবুকে বিভিন্ন মতামত প্রকাশ হতে থাকে ।
এর ফলশ্রুতিতে ২২ ডিসেম্বর রাতে গাইবান্ধা জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা সাক্ষরিত ঘোষণা পত্রে প্রকাশিত কমিটি টি স্থগিত ঘোষণা করা হয়।
এ কমিটি স্থগিত করার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জেলা কমিটি নিয়ে নানান প্রশ্ন দেখা যাচ্ছে। জেলা কমিটি কি ভাবে এমন কমিটি প্রদান করে কোন প্রকার যাচাই বাছাই না করে? এর পাশাপাশি প্রশ্নবিদ্ধ কমিটি’টি স্থগিত করার পর প্রশংসাও পাচ্ছে জেলা কমিটি।
কমিটি স্থগিত করার পর এই ব্যাপারে পলাশবাড়ী পৌরসভার বিএনপির সভাপতি ও জেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক আবুল কালাম আজাদ জানান,অনুপ্রবেশকারীদের সহযোগিতা করা নেতারা নেতৃত্বে থাকার উপযোগী নয়।