বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিবগঞ্জে বাজার মনিটরিং
- সংবাদ প্রকাশের সময় : ১১:১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ১৮০ বার পড়া হয়েছে
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত উত্তরবঙ্গের সর্ববৃহৎ কাঁচামালের হাট ঐতিহাসিক মহাস্থান হাট। শনিবার (২১ ডিসেম্বর) বিখ্যাত এই সবজি বাজার মনিটরিং করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিবগঞ্জের প্রতিনিধিরা।
বাজার ঘুরে ঘুরে তারা বিভিন্ন জিনিসের দর দাম শুনেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিবগঞ্জ প্রতিনিধির মুখপাত্র সাব্বির খান জানান,শীতকাল সবজিতে ভরপুর বাজার অন্যান্য সবজির তুলনায় আলুর দাম একটু বেশি। বর্তমানে আলু ৯০ থেকে ১০০ টাকা কেজি বাকি সব কিছুই মোটামুটি ঠিকঠাক মনে হয়েছে বলে জানান তিনি ।
বাজারে আগত আব্দুর রহিম নামের এক কৃষক জানান এবার ফুলকপিতে ধশ। খরচের তুলনায় ফুলকপির মূল্য অনেক কম।
ছাত্র আন্দোলনের আরেক মুখপাত্র আখি আক্তার জানান, ডিম, মাছ, মুরগির দাম আগের চেয়ে অনেকটায় কমেছে। শীতকালীন নতুন অনেক শাক-সবজি বাজারে এসেছে। এই মুহূর্তে বাজারে কোন সিন্ডিকেট নেই বলে মনে হচ্ছে তবে সব সময় সুদৃষ্টি রাখতে হবে সবার কোনভাবেই যেন বাজারে কোন কোন রকমের সিন্ডিকেট করতে না পারে কোন ব্যবসায়ী।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিবগঞ্জ বগুড়া কতৃপক্ষের দ্বারা বাজার মনিটরিং এর কাজ নিয়মিত চলবে বলেন, ছাত্ররা। এসময় উপস্থিত ছিলেন সাব্বির খান, সিহাব -উদ-দৌলা, সাব্বির হোসেন, আখি আক্তার প্রমূখ।