বাগেরহাট যুবদলের উদ্যোগে স্বরণ সভা
- সংবাদ প্রকাশের সময় : ১০:১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ১২০ বার পড়া হয়েছে
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও বারুইপাড়া ইউনিয়ানের বারবার নির্বাচিত চেয়ারম্যান প্রয়াত শেখ শওকত হোসোনের আত্মার মাগফিরাত কামনায় বাগেরহাট জেলা যুবদলের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) রাতে জেলা যুবদলের আঞ্চলিক কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করে বাগেরহাট জেলা যুবদল।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা, সাবেক সহ সভাপতি সায়েদ সমি বাদশা, মোঃ মাসুদুজ্জামান মাসুদ, আবুল হাসান, রাহান যোয়াদ্দার, পৌর যুবদলের সিনিয়ার যুগ্ম আহবায়ক মোঃ সুমন পাইক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নেওয়াজ মোহম্মাদ গোলাম রসুল, সাবেক জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেলসহ জেলা যুবদল, ছাত্রদল ও কৃষক দলের নেতৃবৃন্দ। এ দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ জাহিদুর রহমান।