সংবাদ শিরোনাম ::
বাগেরহাটে হায়-হায় কোম্পানীতে জমা টাকা ফেরতের দাবীতে মানববন্ধন
আবু হানিফ, বাগেরহাট
- সংবাদ প্রকাশের সময় : ০৭:০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
বাগেরহাটে হায়-হায় কোম্পানী নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটে জমাকৃত টাকা ফেরতের দাবীতে মানববন্ধন করেছে গ্রাহকরা।
বুধবার (১৮ ডিসেম্বর ) সকালে খুলনা-বাগেরহাট পুরাতন সড়কের এলজিইডি মোড় এলাকায় ঘন্টাব্যাপী এই মানববন্ধনে খুলনা, বাগেরহাট ও পিরোজপুরের কয়েক হাজার গ্রাহক ও মাঠকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তরা বলেন, বাগেরহাটের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট নামের কোম্পানী খুলে আব্দুল মান্নান তালুকদার নামে জেলা প্রশাসনের একজন সাবেক উমেদার উচ্চ মুনাফার লোভ দেখিয়ে হাজার হাজার গ্রাহকের কাছ থেকে শতশত কোটি টাকা তুলে আত্মসাৎ করেছে। এখন তিনি কারাগারে থেকে তার পরিবারের সদস্যদের দিয়ে এই প্রতিষ্ঠানের টাকায় ক্রয়কৃত সম্পত্তি বিক্রি করে টাকা নিয়ে যাচ্ছে। তারা দ্রত সময়ে প্রশাসক নিয়োগ দিয়ে গ্রাহকদের টাকা ফেরত দেয়ার দাবী জানান।