মৌলভীবাজারে বিজয় দিবসে বিএমএসএফ এর শ্রদ্ধা নিবেদন
- সংবাদ প্রকাশের সময় : ১১:০০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখা। সোমবার (১৬ই ডিসেম্বর) সকালে মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন সংগঠনের জেলা নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা সাংবাদিক শাহনেওয়াজ চৌধুরী সুমন, মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি মুক্তাদির হোসাইন, সাধারণ সম্পাদক এম এ কাইয়ুম সুলতান, প্রশিক্ষণ বিষয় সম্পাদক মো: আলতাফুর রহমান, মামুনুর রশীদ চৌধুরী মসু প্রমুখ।
এসময় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহিদদের স্মরণ করে নেতৃবৃন্দ বলেন, জাতির বীর সন্তানেরা মহান মুক্তিযুদ্ধে নিজের বুকের রক্ত দিয়ে আমাদের জন্য একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র রেখে গেছেন। তাদের আত্মত্যাগের কারণে বিশ্বের বুকে আমরা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। এই স্বাধীনতা কে সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।