আমতলীতে জামায়াতের বিজয় র্যালি
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ৩০ বার পড়া হয়েছে
বরগুনার আমতলী উপজেলা জামায়েতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে ১৬ বছর পরে প্রকাশ্যে বিজয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা দশটায় একে স্কুল প্রাঙ্গন থেকে বিজয় মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একে স্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জমায়েতে ইসলামি বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ ইলিয়াস হোসাইন সভায় সভাপতিত্ব করেন। বরগুনা জেলা জামায়েতে ইসলামি বাংলাদেশ সাধারন সম্পাদক মাওলানা মোঃ এমাদুজ্জামান আল মামুন সভায় প্রধান অথিতি ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জমায়েতে ইসলামি বাংলাদেশ বরগুনা জেলা শাখার শুরা কর্ম পরিষদ সদস্য্য আল মালেক। উপজেলা জামায়েত ইসলামি বাংলাদেশ সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আব্দুর রব বিশ্বাস , প্রভাষক কবির হোসেন, মোঃ নিজাম উদ্দিন , প্রভাষক দলিল উদ্দিন ও উপজেলা সিবির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ।
বিজয় মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই সাহস্রাধীক নেতাকের্মী অংশ গ্রহন করেন।