সংবাদ শিরোনাম ::
পুকুর খননের নামে সড়ক নষ্ট করে ইট ভাটায় মাটি বিক্রি (ভিডিও)
মোঃ রিপন মিয়া, শিবগঞ্জ (বগুড়া)
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ ২৩৩ বার পড়া হয়েছে
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আমতলীর দেওয়ানতলা মাজারের পশ্চিম পার্শ্বে পুকুর খননের নামে রাস্তা ও ফসলি জমি নষ্ট করে ইটভাটায় মাটি বিক্রি করা হচ্ছে। এমনিতেই ইট ভাটার কারণে পরিবেশ দূষণ হচ্ছে তার উপর জমির মাটি বিক্রি করার কারনে রাস্তাটি জনসাধারণের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
এ কাজে জড়িত কিছু মাটি ব্যবসায়ী দিনের পর দিন নির্বিঘ্নে এই কাজ করে যাচ্ছে। তাই সরকারের উদ্ধতন কতৃপক্ষের উচিত এদিকে নজর দেওয়া এবং ব্যবস্থা গ্রহণ করা।
তাছাড়াও মাটি যারা উত্তোলন করছে স্থানীয়ভাবে তারা অত্যন্ত প্রভাবশালী হওয়ার কারণে এলাকার জনগণ মুখ খুলতে ভয় পাচ্ছে। বিষয়টির প্রতি উপজেলা প্রশাসনের সুনজর দৃষ্টি দেওয়ার জন্য এলাকাবাসী জোর দাবি জানিয়েছে।