সংবাদ শিরোনাম ::
এমআরপি পাসপোর্ট পাবেন প্রবাসীরা
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ২৫ বার পড়া হয়েছে
প্রবাসী বাংলাদেশিদের ১৫ ডিসেম্বর থেকে মেশিন রিডেবল (এমআরপি) পাসপোর্ট দেয়া হবে। এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (১১ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় একথা বলেন তিনি।
তিনি বলেন, ১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট দেয়া শুরু হবে। পরবর্তী ৩-৪ সপ্তাহের মধ্যে যারা আবেদন করেছেন প্রত্যেকে এমআরপি পাসপোর্ট পাবেন। এক্ষেত্রে সৌদি আরব এবং মালয়েশিয়ায় যারা আছেন তাদের প্রাধান্য দেয়া হচ্ছে।এরপর দেশ অনুযায়ী গুরুত্ব বুঝে তা প্রদান করা হবে।
ভিডিও বার্তায় বিপুল পরিমাণে এমআরপি পারসপোর্ট ছাপানো হচ্ছে বলেও জানান তিনি। আগামী ২-৩ বছর পাসপোর্ট নিয়ে সমস্যার সম্মুখীন হতে হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন। পাসপোর্ট ইস্যুতে দুর্ভোগ ও হয়রানির জন্য দুঃখও প্রকাশ করেন এই উপদেষ্টা।