রাঙামাটিতে সাংবাদিকদের সাথে নবাগত জেলাপ্রশাসকের মতবিনিময়
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে
রাঙামাটি পার্বত্য জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকদের সাথে নবাগত জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্টেট্রাট জনাব মোহাম্মদ হাবিব উল্লাহ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে একটি নতুন দেশ পেয়েছি। তাই সবাইকে সাথে নিয়ে কাঁদে কাদ মিলিয়ে কাজ করবে রাঙামাটি জেলা প্রশাসন।
সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের বিগত দিনে যে ধরনের সম্পর্ক ছিল সে সম্পর্ক আগামীতে আরো দৃঢ় হবে এই প্রত্যাশা করছি। আপনারা সঠিক তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এই কামনা করছি। রাঙামাটি জেলার উন্নয়নে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করবো।
এসময় রাঙামাটির নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙ্গামাটি সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি রিপোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রাঙামাটি সাংবাদিক সমিতির সভাপতি রঞ্জন চৌধুরী, রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি শান্তিময় চাকমা, রাঙ্গামাটি পার্বত্য সাংবাদিক সমিতির সভাপতি মিল্টন বড়ুয়া, ফাতেমা জান্নাতসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।