সংবাদ শিরোনাম ::
তায়কোয়ানদোতে অংশ নিতে ভিয়েতনামে যাচ্ছে রাজশাহীর আশরাফী
সোহরাব হোসেন সৌরভ. রাজশহী
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ২১ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় অংশ নিতে ভিয়েতনামে যাচ্ছে রাজশাহীর মারিন আশরাফী।আগামী ৬ হতে ৯ ডিসেম্বর ভিয়েতনামের হালংবেতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াল্ড পুলিশ তায়কোয়ানদো ফেডারেশন এর পৃষ্টপোষকতায়- ২০২৪ এশিয়ান পুলিশ তায়কোয়ানদো চ্যাম্পিয়নশিপ ।
উক্ত প্রতিযোগিতায় রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন থেকে রাজশাহীর মারিন আশরাফী (ইন্টারন্যাশনাল ব্লাকবেল্ট ২য় ড্যান ) অংশগ্রহণ করছে। মারিন আশরাফি এর আগেও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে ২ টি স্বর্ণ, ১ টি রৈপ্য ও ২টি তাম্র পদক জয় করেছে।
রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক মোজাফফর হোসেন বুলু বলেন, আমার স্বপ্ন ভবিষ্যতে এ এসোসিয়েশন থেকে অলিম্পিক খেলোয়াড় গড়ে তোলা। সে লক্ষ্যে আমরা কাজ করছি।