ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জামালপুরে সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ দুইটি নাশকতা মামলায় গ্রেফতার

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরে দুইটি নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বুধবার বিকেলে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে জামালপুর সদর আমলী আদালতে নেয়া হলে এই আদেশ দেন আদালতের বিচারক রুমানা আক্তার। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আনিসুজ্জামান জানান, গত ৩ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ ছাত্র-জনতার একটি মিছিল জামালপুর উচ্চ বিদ্যালয় মোড় অতিক্রম করার সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় ও গুলি করে।

এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এই ঘটনায় জেলা ছাত্রদলের সহ সভাপতি শাহাদত হোসেন সাগর গত ১ নভেম্বর জামালপুর সদর থানায় আবুল কালাম আজাদসহ ১০ জন আওয়ামী লীগ নেতার নামে অজ্ঞাত আরও ২শ থেকে ৩শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এছাড়াও ২০২২ সালের ১২ ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের পদত্যাগ,নির্দলীয় সরকারের দাবি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব নেতাকর্মীদের মুক্তির দাবি,বিএনপির কার্যালয় জবরদখল ও ভাঙচুরের প্রতিবাদে গণমিছিল এবং বিক্ষোভ কর্মসূচি করে জেলা বিএনপি।

বিক্ষোভ শেষে শহরের বকুলতলা মোড়ে পথসভা ও অবস্থান কর্মসূচি পালনকালে বিএনপির নেতাকর্মীদের ওপর ককটেল নিক্ষেপ এবং শর্টগান দিয়ে গুলি চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই ঘটনায় জামালপুর শহর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ ফরিদ মামুন গত ১৮ নভেম্বর জামালপুর সদর থানায় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ ১৬ জনের নামে ও অজ্ঞাত আরও দুই শতাধিক নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করেন। এই মামলা দুটিতে আবুল কালাম আজাদকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত। পরবর্তীতে ধার্য্য তারিখে তার জামিন ও রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ বলেন, আসামীর জামিনের জন্য আবেদন করলে আদালত তা গ্রহণ করেন এবং পরবর্তী তারিখে জামিন শুনানির আদেশ দেন। তিনি আরও বলেন, ঘটনার সাথে আসামীর কোন সংশ্লিষ্টতা নেই, তিনি ওই সময় জামালপুরে ছিলেন না।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর সাবেক সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদকে রাজধানী ঢাকার ধানমন্ডি থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন, আজ বুধবার বিকেলে দুইটি নাশকতা মামলায় তাকে জামালপুর আদালতে আনা হয়। বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর আসন থেকে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হয়ে প্রথম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন আবুল কালাম
আজাদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামালপুরে সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ দুইটি নাশকতা মামলায় গ্রেফতার

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

জামালপুরে দুইটি নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বুধবার বিকেলে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে জামালপুর সদর আমলী আদালতে নেয়া হলে এই আদেশ দেন আদালতের বিচারক রুমানা আক্তার। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আনিসুজ্জামান জানান, গত ৩ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ ছাত্র-জনতার একটি মিছিল জামালপুর উচ্চ বিদ্যালয় মোড় অতিক্রম করার সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় ও গুলি করে।

এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এই ঘটনায় জেলা ছাত্রদলের সহ সভাপতি শাহাদত হোসেন সাগর গত ১ নভেম্বর জামালপুর সদর থানায় আবুল কালাম আজাদসহ ১০ জন আওয়ামী লীগ নেতার নামে অজ্ঞাত আরও ২শ থেকে ৩শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এছাড়াও ২০২২ সালের ১২ ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের পদত্যাগ,নির্দলীয় সরকারের দাবি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব নেতাকর্মীদের মুক্তির দাবি,বিএনপির কার্যালয় জবরদখল ও ভাঙচুরের প্রতিবাদে গণমিছিল এবং বিক্ষোভ কর্মসূচি করে জেলা বিএনপি।

বিক্ষোভ শেষে শহরের বকুলতলা মোড়ে পথসভা ও অবস্থান কর্মসূচি পালনকালে বিএনপির নেতাকর্মীদের ওপর ককটেল নিক্ষেপ এবং শর্টগান দিয়ে গুলি চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই ঘটনায় জামালপুর শহর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ ফরিদ মামুন গত ১৮ নভেম্বর জামালপুর সদর থানায় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ ১৬ জনের নামে ও অজ্ঞাত আরও দুই শতাধিক নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করেন। এই মামলা দুটিতে আবুল কালাম আজাদকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত। পরবর্তীতে ধার্য্য তারিখে তার জামিন ও রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ বলেন, আসামীর জামিনের জন্য আবেদন করলে আদালত তা গ্রহণ করেন এবং পরবর্তী তারিখে জামিন শুনানির আদেশ দেন। তিনি আরও বলেন, ঘটনার সাথে আসামীর কোন সংশ্লিষ্টতা নেই, তিনি ওই সময় জামালপুরে ছিলেন না।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর সাবেক সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদকে রাজধানী ঢাকার ধানমন্ডি থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন, আজ বুধবার বিকেলে দুইটি নাশকতা মামলায় তাকে জামালপুর আদালতে আনা হয়। বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর আসন থেকে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হয়ে প্রথম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন আবুল কালাম
আজাদ।