নীলফামারী’র সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মুত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১৩:০১ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ৯২ বার পড়া হয়েছে
নীলফামারী’র সৈয়দপুর উপজেলা শহরের বাইপাস রংপুর-দিনাজপুর সড়কের ধরাগাছ নামক স্থানে দ্রæতগামী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী সামসুল হক ষাটউর্দ্ধ এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে (৪ ডিসেম্বর )বুধবার সকালে। নিহত সামসুল হক সৈয়দপুর আহম্মেদ প্রাইউড শিল্প কারখানার একজন শ্রমিক।তিনি সৈয়দপুর শহরের ইসলামবাগ এলাকার মৃত: শফিউদ্দিনের ছেলে বলে জানা গেছে।
পুলিশ সুত্রে জানা গেছে , নিহত সামসুল হক সৈয়দপুর শহরের বাইপাস রংপুর-দিনাজপুর সড়কের পাশে অবস্থিত আহম্মেদ প্রাইউড একটি শিল্পকারখানার নিয়মিত শ্রমিক।তিনি তার নাইটশীপ্ট কর্মযজ্ঞ শেষ করে বাইসাইকেলে ঘরে ফেরার পথে পিকাআপ ভ্যানের ধাক্কায় ছিটকে পড়ে এ মর্মান্তিক দুঘটনা ঘটে।
এ ব্যাপারে সৈয়দপুর থানা ইনচার্জ ফইম উদ্দিন জানান,ঘটনাস্থল সৈয়দপুর থানায় হলেও তারাগঞ্জ হাইওয়ে পুলিশ নিহত বৃদ্ধার মরাহেদ ঘটনাস্থল থেকে উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। ঘাতক পিকাআফ জব্দ করে চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।