ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সানশাইনে সম্পাদক তসিকুল ইসলাম বকুলের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

সোহরাব হোসেন সৌরভ, রাজশাহী
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৈনিক সানশাইনের সম্পাদক তসিকুল ইসলাম বকুল ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার সকাল সকাল ৮টার দিকে রাজশাহী মহানগরীর মেহেরচন্ডি এলাকায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

এর আগে রবিবার দিবাগত রাতে রাজধানী ঢাকার ইসিবি চত্বর এলাকায় তার ছোট ছেলে শরিফ উল ইসলামের বাড়িতে এশার নামাজ শেষ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের অন্য সদস্যরা তাকে দ্রæত উদ্ধার করে ইস্ট-ওয়স্ট হাসপাতালে নিয়ে যান। সেখানেই তার সিটিস্ক্যান করা হয়। চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কে ম্যাসিভ রক্তক্ষরণ হয়েছে। কোনভাবেই কোন কিছু করা সম্ভব নয় বলে চিকিৎসকরা পরিবারকে জানিয়ে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলেন। সোমবার দিবাগত রাতে তসিকুল ইসলাম বকুলকে ঢাকা থেকে এ্যাম্বুলেন্সযোগ ঢাকা থেকে রাজশাহী নিজ বাড়িতে নিয়ে আসা হয়। সেখানেই মঙ্গলবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

তসিকুল ইসলাম বকুলের পিতার নাম মাজহারুল ইসলাম ও মাতার নাম উম্মেল খায়ের। তার দেশের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার মিস্ত্রি পাড়ায়। স্কুল ও কলেজ জীবন চাঁপাইনবাবগঞ্জ কাটলেও তিনি অনার্স ও মাস্টার্স শেষ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। তিনি চারুকলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। ছোট থেকেই লেখালেখির প্রতি ঝোক ছিলো তসিকুল ইসলাম বকুলের। লেখপড়ার পাঠ চুকিয়ে তিনি সাংবাদিকতায় মনোনিবেশ করেন। বাংলাদেশ বেতার রাজশাহীর নিউজ বিভাগে তিনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন। একাধারে তিনি দৈনিক বার্তা, দৈনিক সোনালী সংবাদেও কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক সানশাইনে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সদস্য ছিলেন। ডেইলি নিউ নেশন, ইউএনবি’র চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন তিনি। আরোও বেশকিছু সংবাদ মাধ্যমে কাজ করেছেন। এসবের পাশাপাশি তিনি রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তার দুই ছেলে সরাফাতুল ইসলাম ও শরিফ উল ইসলাম, স্ত্রী শরিফা ইয়াসমিন, দুই নাতনি মরিয়াম আয়াত ও মরিয়াম আমায়াসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী আছেন। মঙ্গলবার বাদ যোহর মেহেরচন্ডী মধ্যপাড়া কেন্দ্রিয় জামে মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে চকপাড়া গোরস্থানে দাফন করা হয়। মরহুমের বিদেহী আত্মার মাগরিফাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

তসিকুল ইসলাম বকুল ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করে আজ (বুধবার) বাদ মাগরিব দৈনিক সানশাইন পত্রিকা অফিসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। রাজশাহী এডিটরস ফোরামের সকল সম্পাদককে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

গুণি এ সাংবাদিকের মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সানশাইন পরিবারের পক্ষ থেকে শোক জানিয়েছেন, ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক ইউনুস আলী, নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, মহা ব্যবস্থাপক নুরুল হক, প্রধান বাণিজিক কর্মকর্তা আবু তাহের খোকন, ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক ইলিয়াস আরাফাত, মফস্বল সম্পাদক মঞ্জুরুল ইসলাম, সিনিয়র রিপোর্টার সরকার দুলাল মাহবুব, ফটো চিফ আজাহার উদ্দিন, সিনিয়র ফটো সাংবাদিক সামাদ খান, কম্পিউটার চিফ সুমন শেখ, শুকুর, বিজ্ঞাপন বিভাগের ইসরাফিল ও রনি প্রমুখ। এক শোকবার্তার তারা তসিকুল ইসলাম বকুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। সেই সঙ্গে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

বিপিজেএ রাজশাহী শাখার শোক: রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন পত্রিকার সম্পাদক তসিকুল ইসলাম বকুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি মো. শরিফুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক মো. সামাদ খান। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দৈনিক উত্তরা প্রতিদিনের শোক: তার মৃত্যুতে শোক জানিয়েছেন উত্তরা প্রতিদিনের সম্পাদক সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক মো. মিলন, বার্তা সম্পাদক আমিনুল ইসলাম, প্রধান প্রতিবেদক ফয়সাল আহমেদ প্রমুখ। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সানশাইনে সম্পাদক তসিকুল ইসলাম বকুলের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

দৈনিক সানশাইনের সম্পাদক তসিকুল ইসলাম বকুল ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার সকাল সকাল ৮টার দিকে রাজশাহী মহানগরীর মেহেরচন্ডি এলাকায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

এর আগে রবিবার দিবাগত রাতে রাজধানী ঢাকার ইসিবি চত্বর এলাকায় তার ছোট ছেলে শরিফ উল ইসলামের বাড়িতে এশার নামাজ শেষ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের অন্য সদস্যরা তাকে দ্রæত উদ্ধার করে ইস্ট-ওয়স্ট হাসপাতালে নিয়ে যান। সেখানেই তার সিটিস্ক্যান করা হয়। চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কে ম্যাসিভ রক্তক্ষরণ হয়েছে। কোনভাবেই কোন কিছু করা সম্ভব নয় বলে চিকিৎসকরা পরিবারকে জানিয়ে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলেন। সোমবার দিবাগত রাতে তসিকুল ইসলাম বকুলকে ঢাকা থেকে এ্যাম্বুলেন্সযোগ ঢাকা থেকে রাজশাহী নিজ বাড়িতে নিয়ে আসা হয়। সেখানেই মঙ্গলবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

তসিকুল ইসলাম বকুলের পিতার নাম মাজহারুল ইসলাম ও মাতার নাম উম্মেল খায়ের। তার দেশের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার মিস্ত্রি পাড়ায়। স্কুল ও কলেজ জীবন চাঁপাইনবাবগঞ্জ কাটলেও তিনি অনার্স ও মাস্টার্স শেষ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। তিনি চারুকলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। ছোট থেকেই লেখালেখির প্রতি ঝোক ছিলো তসিকুল ইসলাম বকুলের। লেখপড়ার পাঠ চুকিয়ে তিনি সাংবাদিকতায় মনোনিবেশ করেন। বাংলাদেশ বেতার রাজশাহীর নিউজ বিভাগে তিনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন। একাধারে তিনি দৈনিক বার্তা, দৈনিক সোনালী সংবাদেও কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক সানশাইনে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সদস্য ছিলেন। ডেইলি নিউ নেশন, ইউএনবি’র চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন তিনি। আরোও বেশকিছু সংবাদ মাধ্যমে কাজ করেছেন। এসবের পাশাপাশি তিনি রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তার দুই ছেলে সরাফাতুল ইসলাম ও শরিফ উল ইসলাম, স্ত্রী শরিফা ইয়াসমিন, দুই নাতনি মরিয়াম আয়াত ও মরিয়াম আমায়াসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী আছেন। মঙ্গলবার বাদ যোহর মেহেরচন্ডী মধ্যপাড়া কেন্দ্রিয় জামে মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে চকপাড়া গোরস্থানে দাফন করা হয়। মরহুমের বিদেহী আত্মার মাগরিফাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

তসিকুল ইসলাম বকুল ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করে আজ (বুধবার) বাদ মাগরিব দৈনিক সানশাইন পত্রিকা অফিসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। রাজশাহী এডিটরস ফোরামের সকল সম্পাদককে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

গুণি এ সাংবাদিকের মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সানশাইন পরিবারের পক্ষ থেকে শোক জানিয়েছেন, ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক ইউনুস আলী, নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, মহা ব্যবস্থাপক নুরুল হক, প্রধান বাণিজিক কর্মকর্তা আবু তাহের খোকন, ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক ইলিয়াস আরাফাত, মফস্বল সম্পাদক মঞ্জুরুল ইসলাম, সিনিয়র রিপোর্টার সরকার দুলাল মাহবুব, ফটো চিফ আজাহার উদ্দিন, সিনিয়র ফটো সাংবাদিক সামাদ খান, কম্পিউটার চিফ সুমন শেখ, শুকুর, বিজ্ঞাপন বিভাগের ইসরাফিল ও রনি প্রমুখ। এক শোকবার্তার তারা তসিকুল ইসলাম বকুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। সেই সঙ্গে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

বিপিজেএ রাজশাহী শাখার শোক: রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন পত্রিকার সম্পাদক তসিকুল ইসলাম বকুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি মো. শরিফুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক মো. সামাদ খান। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দৈনিক উত্তরা প্রতিদিনের শোক: তার মৃত্যুতে শোক জানিয়েছেন উত্তরা প্রতিদিনের সম্পাদক সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক মো. মিলন, বার্তা সম্পাদক আমিনুল ইসলাম, প্রধান প্রতিবেদক ফয়সাল আহমেদ প্রমুখ। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।