মাতৃত্বকালীন ভাতা পাবেন যৌনকর্মীরা
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে
বেলজিয়ামে এখন থেকে মাতৃত্বকালীন ছুটি ও অবসরভাতা পাবেন যৌনকর্মীরা। বিশ্বে এই প্রথম এ ধরনের কোনো আইন চালু হলো।
নতুন আইনে, যৌনকর্মীরাও আনুষ্ঠানিক নিয়োগ চুক্তি, স্বাস্থ্যবিমা, অবসরভাতা, মাতৃত্বকালীন ছুটি এবং অসুস্থতার জন্য ছুটির আবেদন করার যোগ্য হবেন। সর্বোপরি, এ কাজকে অন্য যেকোনো চাকরির মতো গণ্য করা হবে।
২০২২ সালে বেলজিয়ামে যৌন পেশাকে বৈধতা দেয়া হয়। জার্মানি, গ্রিস, নেদারল্যান্ডস, তুরস্কসহ আরও কয়েকটি দেশে যৌনবৃত্তি এখন বৈধ। কিন্তু পেশাজীবী হিসেবে যৌনকর্মীদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের চুক্তির আওতায় আনার ঘটনা বেলজিয়ামেই প্রথম।
হিউম্যান রাইটস ওয়াচের গবেষক এরিন কিলব্রিডে বলেন, এটা আমূল পরিবর্তন এবং এটা বিশ্বে এখন পর্যন্ত আমার দেখা সেরা পদক্ষেপ। প্রতিটি দেশকে আমাদের এ লক্ষ্য অর্জনে রাজি করাতে হবে।
বেলজিয়ামে ভাসমান যৌনকর্মীদের সহায়তায় কাজ করে বেসরকারি সংস্থা ‘ইসালা’। সংস্থাটিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন জুলিয়া ক্রুমি রে। তিনি বলেন, ‘এটা বিপজ্জনক। কারণ, এটি এমন একটি পেশাকে স্বাভাবিকের মর্যাদা দিচ্ছে, যে পেশার মূলে সর্বদাই ছিল নৃশংসতা।’