বাগেরহাটে বিএনপির সম্প্রীতি সমাবেশ
- সংবাদ প্রকাশের সময় : ১২:০০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন বিএনপির আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বিকালে ডেমা ইউনিয়ন কাশেমপুর বাজার মাঠে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডেমা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক গাজী আবু বক্কর এর সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম।
এ সময় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহেদ আলী রবি, সৈয়দ নাসির উদ্দিন মালেক, হাদিউজ্জামান হিরো, বিএনপি নেতা সাবেক শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত আলি, সিরাজুল ইসলাম সিরাজ, জেলা মহিলা দলের সভাপতি শাহীদা আক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ, স্থানীয় বিএনপি নেতা শেখ আফজাল হোসেন, শহিদুল নকিব, তরফদার নীলুর রহমান, সোহেল তরফদার, শাওন শেখসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সম্প্রতি ডেমা ইউনিয়ন বিএনপির নেতা সজিব তরফদারের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে তোলেন সমাবেশে অংশগ্রহনকারীরা।
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সকল ধর্মের লোক দীর্ঘদিন ধরে সহাবস্থান করে আসছে। কিন্তু ফেসিবাদের সমর্থক কিছু দুষ্ট লোক দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। বিএনপির নেতাকর্মীরা এই ফাঁদে পা দেবে না। বিএনপির নেতাকর্মীরা সব সময় সাধারণ মানুষের পাশে ছিল, ভবিষ্যতে পাশে থাকবে। আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় আনতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এই নেতা। এছাড়া ইউনিয়ন বিএনপির নেতা সজিব তরফদার হত্যার বিচারের জন্য পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন জেলা বিএনপির এই নেতা।