রাজশাহীতে জেলা ও মহানগর শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০১:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
রাজশাহীতে জেলা ও মহানগর শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩০ নভেম্বর) বিকেলে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এই শ্রমিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত। উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সভাপতি ফরাজী মতিয়ার রহমান। প্রধান বক্তা ছিলেন শ্রমিক দলের যুব বিষয়ক সম্পাদক খোরশেদ আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের তথ্য ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ঈশা, সিনিয়র সহ সভাপতি নজরুল হুদা, সদস্য সচিব মামুন অর রশীদ মামুন, জেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান আলম। সভাপতিত্ব করেন মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি। এর আগে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তন চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে এই কর্মীসভার উদ্বোধন করেন নেতৃবৃন্দ।