গোদাগাড়ী বিএনপির প্রবীন রাজনীতিবিদ মান্টু চলে গেলেন না ফেরার দেশে
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৯:০৭ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ২০ বার পড়া হয়েছে
গোদাগাড়ী বিএনপির প্রবীন রাজনীতিবিদ ও গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মনিরুজ্জামান মান্টু সকলকে ছেড়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে।
আজ শুক্রবার সন্ধ্যা ৫ টা ৪৫ মিনিটের সময় গোদাগাড়ী উপজেলার কালিদিঘি গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭২ বছর। আজ শনিবার সকাল ১০ টা ৩০ মিনিটে বিদিরপুর হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন গোরস্থানে ( বিদিরপুর পূর্ব গোরস্থান) মরহুমের জানাজা শেষে লাশ দাফন করা হয়। জানাজায় সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অঃ) শরিফ উদ্দিন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও রাজশাহী জেলা বিএনপির সদস্য সদর উদ্দিন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মালেক, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু, গোগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল বুলু, সহসভাপতি কামারুল মাষ্টার, দপ্তর সম্পাদক সেলিম সানোয়ার পলাশ, প্রচার সম্পাদক তাসিকুল ইসলামসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের সকল স্তরের নেতা কর্মি বৃন্দ।