ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জেঁকে বসছে শীত

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে নামতে পারে পারদ। সেই সঙ্গে শিগগিরই শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

সংস্থাটি জানিয়েছে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহেই সারা দেশে তাপমাত্রা অনেকটা কমতে পারে। শীত জেঁকে বসতে পারে দেশের অনেক অঞ্চলেই।বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলে শীতের প্রকোপ বেশি থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় হলে এর প্রভাবে দেশে বৃষ্টি হতে পারে। এ ছাড়া এর তেমন কোনো প্রভাব নেই। তবে বৃষ্টি হয়ে আকাশ মেঘমুক্ত হয়ে গেলে দেশে শীতের তীব্রতা বাড়তে পারে। ৬ বা ৭ ডিসেম্বরের দিকে সারা দেশেই তাপমাত্রা অনেক কমে যেতে পারে। দু-একটি অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে।

এদিকে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া, ১২.১ ডিগ্রি। চলতি মৌসুমে এখন পর্যন্ত এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা। কমবেশি শীত অনুভূত হচ্ছে দেশের অন্যান্য অঞ্চলেও। উত্তরের বাতাস ঘুরে বেড়াচ্ছে রাজধানীর অলি-গলিতেও।

আবহাওয়াবিদ ওমর ফারুকও জানান, গত বছরের তুলনায় এবার কিছুটা আগে শীত অনুভূত হচ্ছে। এর কারণ বর্ষা-পরবর্তী অক্টোবর মাসে এবার স্বাভাবিকের চেয়ে বৃষ্টি বেশি হয়েছে। এর ফলে অক্টোবরে তাপমাত্রা কম ছিল।

গত বছর ও চলতি বছরের অনেকটা সময়জুড়ে প্রাকৃতিক আবহাওয়া চক্র ‘এল নিনো’ সক্রিয় ছিল। প্রকৃতিতে এল নিনো সক্রিয় হলে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকে। ফলে গত দেড় বছর বিশ্বজুড়েই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। তবে এল নিনোর প্রভাব কেটে এখন আবার সক্রিয় আবহাওয়ার আরেকটি ধরন ‘লা নিনা’। এল নিনো উষ্ণ পর্যায় হলে লা নিনাকে বলা হয় শীতল পর্যায়।

তিনি বলেন, ‘লা নিনার সময় এমনিতেই তাপমাত্রা কিছুটা কম থাকে। ফলে এ কারণেও শীত কিছুটা বেশি অনুভূত হতে পারে। গত বছর এমনিতেই শীত কম ছিল। ফলে গত বছরের তুলনায় এ বছর শীত কিছুটা বেশি অনুভূত হতে পারে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ শুক্রবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শনি ও রবিবার বৃষ্টিপাতের বিস্তৃতি কিছুটা বাড়তে পারে। এই তিন বিভাগের সঙ্গে ঢাকা বিভাগের কোনো অঞ্চলেও বৃষ্টি হতে পারে শনি ও রবিবার। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জেঁকে বসছে শীত

সংবাদ প্রকাশের সময় : ১২:৫৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

দেশের পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে নামতে পারে পারদ। সেই সঙ্গে শিগগিরই শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

সংস্থাটি জানিয়েছে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহেই সারা দেশে তাপমাত্রা অনেকটা কমতে পারে। শীত জেঁকে বসতে পারে দেশের অনেক অঞ্চলেই।বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলে শীতের প্রকোপ বেশি থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় হলে এর প্রভাবে দেশে বৃষ্টি হতে পারে। এ ছাড়া এর তেমন কোনো প্রভাব নেই। তবে বৃষ্টি হয়ে আকাশ মেঘমুক্ত হয়ে গেলে দেশে শীতের তীব্রতা বাড়তে পারে। ৬ বা ৭ ডিসেম্বরের দিকে সারা দেশেই তাপমাত্রা অনেক কমে যেতে পারে। দু-একটি অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে।

এদিকে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া, ১২.১ ডিগ্রি। চলতি মৌসুমে এখন পর্যন্ত এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা। কমবেশি শীত অনুভূত হচ্ছে দেশের অন্যান্য অঞ্চলেও। উত্তরের বাতাস ঘুরে বেড়াচ্ছে রাজধানীর অলি-গলিতেও।

আবহাওয়াবিদ ওমর ফারুকও জানান, গত বছরের তুলনায় এবার কিছুটা আগে শীত অনুভূত হচ্ছে। এর কারণ বর্ষা-পরবর্তী অক্টোবর মাসে এবার স্বাভাবিকের চেয়ে বৃষ্টি বেশি হয়েছে। এর ফলে অক্টোবরে তাপমাত্রা কম ছিল।

গত বছর ও চলতি বছরের অনেকটা সময়জুড়ে প্রাকৃতিক আবহাওয়া চক্র ‘এল নিনো’ সক্রিয় ছিল। প্রকৃতিতে এল নিনো সক্রিয় হলে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকে। ফলে গত দেড় বছর বিশ্বজুড়েই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। তবে এল নিনোর প্রভাব কেটে এখন আবার সক্রিয় আবহাওয়ার আরেকটি ধরন ‘লা নিনা’। এল নিনো উষ্ণ পর্যায় হলে লা নিনাকে বলা হয় শীতল পর্যায়।

তিনি বলেন, ‘লা নিনার সময় এমনিতেই তাপমাত্রা কিছুটা কম থাকে। ফলে এ কারণেও শীত কিছুটা বেশি অনুভূত হতে পারে। গত বছর এমনিতেই শীত কম ছিল। ফলে গত বছরের তুলনায় এ বছর শীত কিছুটা বেশি অনুভূত হতে পারে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ শুক্রবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শনি ও রবিবার বৃষ্টিপাতের বিস্তৃতি কিছুটা বাড়তে পারে। এই তিন বিভাগের সঙ্গে ঢাকা বিভাগের কোনো অঞ্চলেও বৃষ্টি হতে পারে শনি ও রবিবার। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।