ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলের চরাঞ্চলে মেধাবী ছাত্র ছাত্রীদের সম্মাননা ও ফ্রি মেডিকেল ক্যাম্প  টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবিগঞ্জের পুলিশ সুপার রেজাউল হক খানকে বিদায় সংবর্ধনা সংসদের মেয়াদ চার বছর, দু’বারের বেশি প্রধানমন্ত্রী নয় চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা টাঙ্গাইলে লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসব শুরু তাবলীগ জামাতের চলমান সঙ্কট নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন নতুন বই না পেয়ে কার্যালয়ে সহকারী হিসাব রক্ষককে লাঞ্ছিত বাগেরহাটে দুই শতাধিক থ্যালাসেমিয়া রোগীকে বিনামূল্যে রক্ত প্রদান রামপালে প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা

থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

হাসপাতাল আছে, নেই চিকিৎসক

বান্দরবান প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বান্দরবানের থানচি উপজেলায় চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। বর্তমানে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন ডাক্তার নেই। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সার্বক্ষণিক প্রশাসনিক কাজে জেলা শহর এবং উপজেলাতে ব্যস্ত থাকতে হয়। ডাক্তার না থাকায় হাসপাতালে আগত রোগীরা চিকিৎসা সেবা না পেয়ে হতাশাগস্ত হয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন।

থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ওয়াহিদুজ্জামান মুরাদ জানান, থানচি হাসপাতালের মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন বর্তমানে ভারতে চিকিৎসাধীন আছেন। ডাক্তার ফারজানা ফারহা নামে আরেকজন ডাক্তার ইতিমধ্যে থানছি হাসপাতাল থেকে বদলি হয়ে অন‍্য জেলায় চলে গেছেন।

তিনি আরও জানান, প্রতিদিন গড়ে ৫৫ থেকে ৬০ জন রোগী আউটডোরে চিকিৎসা নিতে আসে। রবিবার ও বুধবারে বাজার বার হওয়ায় ঐদিন রোগীর সংখ্যা আরও বেড়ে যায়। হাসপাতালের ইনডোরে বর্তমানে ৩জন রোগী ভর্তি আছে বলে তিনি জানান।

এদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, থানচি হাসপাতালে ১০ জন মেডিকেল অফিসার ও সার্জনের পদ আছে যা বর্তমানে শূন‍্য। এছাড়াও ৪ জন অনুমোদিত কনসালটেন্ট এর পদের বিপরীতে এ যাবত কেউ যোগদান করেনি।

তিনি জানান, ১৮জন সিনিয়র নার্সের স্থলে এখন ১৪ জন কর্মরত আছেন। ৪জন মিড ওয়াইফ এর মধ্যে কর্মরত আছেন ১জন। ৫জন পরিচ্ছন্নকর্মীর পদ থাকলেও এই পদটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ৩ জন ওয়ার্ড রয়েছে এর মধ্যে বর্তমানে ২জন কর্মরত।এছাড়া অফিসের অন্যান্য পদেও উল্লেখযোগ্য পরিমাণে লোকবলের শূন্যতা রয়েছে।

থানচি হাসপাতালের একটি সূত্র থেকে জানা যায়,ডাক্তার ধীমান দাশ নামে একজন চিকিৎসককে থানচি হাসপাতালে পদায়ন করা হযলেও তিনি যোগদান করেননি।এদিকে থানচি উপজেলায় ম‍্যালেরিয়া ডেঙ্গু সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে ভয়াবহ আকারে।

এলাকার জনপ্রতিনিধিরা জানান, চিকিৎসকের শূন‍্য পদ পূরণে জরুরি পদক্ষেপ না নিয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে নিমজ্জিত থাকবে থানচি উপজেলার ২৯.৭৯০ জন মানুষ।

এ বিষয়ে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার এস এম আসাদুল্লাহ জানান,চিকিৎসক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

হাসপাতাল আছে, নেই চিকিৎসক

সংবাদ প্রকাশের সময় : ১২:২৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

বান্দরবানের থানচি উপজেলায় চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। বর্তমানে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন ডাক্তার নেই। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সার্বক্ষণিক প্রশাসনিক কাজে জেলা শহর এবং উপজেলাতে ব্যস্ত থাকতে হয়। ডাক্তার না থাকায় হাসপাতালে আগত রোগীরা চিকিৎসা সেবা না পেয়ে হতাশাগস্ত হয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন।

থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ওয়াহিদুজ্জামান মুরাদ জানান, থানচি হাসপাতালের মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন বর্তমানে ভারতে চিকিৎসাধীন আছেন। ডাক্তার ফারজানা ফারহা নামে আরেকজন ডাক্তার ইতিমধ্যে থানছি হাসপাতাল থেকে বদলি হয়ে অন‍্য জেলায় চলে গেছেন।

তিনি আরও জানান, প্রতিদিন গড়ে ৫৫ থেকে ৬০ জন রোগী আউটডোরে চিকিৎসা নিতে আসে। রবিবার ও বুধবারে বাজার বার হওয়ায় ঐদিন রোগীর সংখ্যা আরও বেড়ে যায়। হাসপাতালের ইনডোরে বর্তমানে ৩জন রোগী ভর্তি আছে বলে তিনি জানান।

এদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, থানচি হাসপাতালে ১০ জন মেডিকেল অফিসার ও সার্জনের পদ আছে যা বর্তমানে শূন‍্য। এছাড়াও ৪ জন অনুমোদিত কনসালটেন্ট এর পদের বিপরীতে এ যাবত কেউ যোগদান করেনি।

তিনি জানান, ১৮জন সিনিয়র নার্সের স্থলে এখন ১৪ জন কর্মরত আছেন। ৪জন মিড ওয়াইফ এর মধ্যে কর্মরত আছেন ১জন। ৫জন পরিচ্ছন্নকর্মীর পদ থাকলেও এই পদটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ৩ জন ওয়ার্ড রয়েছে এর মধ্যে বর্তমানে ২জন কর্মরত।এছাড়া অফিসের অন্যান্য পদেও উল্লেখযোগ্য পরিমাণে লোকবলের শূন্যতা রয়েছে।

থানচি হাসপাতালের একটি সূত্র থেকে জানা যায়,ডাক্তার ধীমান দাশ নামে একজন চিকিৎসককে থানচি হাসপাতালে পদায়ন করা হযলেও তিনি যোগদান করেননি।এদিকে থানচি উপজেলায় ম‍্যালেরিয়া ডেঙ্গু সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে ভয়াবহ আকারে।

এলাকার জনপ্রতিনিধিরা জানান, চিকিৎসকের শূন‍্য পদ পূরণে জরুরি পদক্ষেপ না নিয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে নিমজ্জিত থাকবে থানচি উপজেলার ২৯.৭৯০ জন মানুষ।

এ বিষয়ে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার এস এম আসাদুল্লাহ জানান,চিকিৎসক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে।