ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

২২০০ কোটি টাকা ঘুষ, আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন করে বিপাকে আদানি গ্রুপের চেয়ারপার্সন গৌতম আদানি। দেশের অন্যতম ধনী ব্যক্তির বিরুদ্ধে বড়সড় কেলেঙ্কারির অভিযোগ আনল আমেরিকার আদালত। অভিযোগ, ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাদ্দ পেতে ভারত সরকারের কর্মকর্তাদের ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেয়ার প্রস্তাব দিয়েছেন। যার বর্তমান অর্থমূল্য প্রায় ২২০০ কোটি টাকারও বেশি। গৌতম আদানির পাশাপাশি তার ভাইপো সাগরও এ মামলায় অভিযুক্ত।

অভিযোগ, ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাদ্দ পেতে মরিয়া আদানি গোষ্ঠী ভারত সরকারের কর্মকর্তাদের প্রভাবিত করার চেষ্টা করেছে। ওই প্রকল্পের বরাদ্দ পেলে আগামী ২০ বছরে ২০০ কোটি মার্কিন ডলার লাভের মুখ দেখত আদানি গোষ্ঠী। সেই প্রকল্পের জন্যই ভারতীয় আধিকারিকদের ঘুষ দেওয়া হয়েছে। এতে আদানির পাশাপাশি অভিযুক্তদের তালিকায় আছেন তার ভাইপো সাগর আদানিসহ ৭ জন।

অভিযুক্তদের মধ্যে রয়েছে-আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সিইও বিনীত জৈনও। সংবাদমাধ্যম সূত্রে খবর, গৌতম ও সাগর দু’জনের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আমেরিকার প্রশাসন।

নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতীয় সরকারি আধিকারিকদের ২৬৫ মিলিয়ন মার্কিন ডলারের বেশি ঘুষ দেয়ার প্রস্তাব দেয়ার পাশাপাশি বিনিয়োগকারী ও ব্যাঙ্কের কাছে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগও রয়েছে আদানি ও অন্যান্যদের বিরুদ্ধে। তাতে প্রভাবিত হয়ে আদানিদের সংস্থায় বিপুল বিনিয়োগ করেছেন মার্কিন বিনিয়োগকারীরা। এই অঙ্কটা প্রায় ১৭৫ মিলিয়ন মার্কিন ডলার। ওই মিথ্যাচারের জোরেই সব মিলিয়ে গোটা বিশ্বের বিনিয়োগকারীদের থেকে ৩ বিলিয়ন ডলার লগ্নি পেয়েছে আদানি গোষ্ঠী। তাছাড়া আদানি গ্রিন নামক সংস্থাও বিপুলভাবে লাভবান হয়েছে।

এ অভিযোগের জেরে মার্কিন মুলুক-সহ বিশ্বের একাধিক দেশে আদানিদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে। ধস নামতে পারে শেয়ার বাজারেও। সদ্যই হিন্ডেনবার্গ রিপোর্টের ধাক্কা সামলাতে হয়েছে আদানি গোষ্ঠীকে। এবার নয়া ধাক্কা এল খোদ মার্কিন প্রশাসনের তরফে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২২০০ কোটি টাকা ঘুষ, আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সংবাদ প্রকাশের সময় : ১২:০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

নতুন করে বিপাকে আদানি গ্রুপের চেয়ারপার্সন গৌতম আদানি। দেশের অন্যতম ধনী ব্যক্তির বিরুদ্ধে বড়সড় কেলেঙ্কারির অভিযোগ আনল আমেরিকার আদালত। অভিযোগ, ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাদ্দ পেতে ভারত সরকারের কর্মকর্তাদের ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেয়ার প্রস্তাব দিয়েছেন। যার বর্তমান অর্থমূল্য প্রায় ২২০০ কোটি টাকারও বেশি। গৌতম আদানির পাশাপাশি তার ভাইপো সাগরও এ মামলায় অভিযুক্ত।

অভিযোগ, ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাদ্দ পেতে মরিয়া আদানি গোষ্ঠী ভারত সরকারের কর্মকর্তাদের প্রভাবিত করার চেষ্টা করেছে। ওই প্রকল্পের বরাদ্দ পেলে আগামী ২০ বছরে ২০০ কোটি মার্কিন ডলার লাভের মুখ দেখত আদানি গোষ্ঠী। সেই প্রকল্পের জন্যই ভারতীয় আধিকারিকদের ঘুষ দেওয়া হয়েছে। এতে আদানির পাশাপাশি অভিযুক্তদের তালিকায় আছেন তার ভাইপো সাগর আদানিসহ ৭ জন।

অভিযুক্তদের মধ্যে রয়েছে-আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সিইও বিনীত জৈনও। সংবাদমাধ্যম সূত্রে খবর, গৌতম ও সাগর দু’জনের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আমেরিকার প্রশাসন।

নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতীয় সরকারি আধিকারিকদের ২৬৫ মিলিয়ন মার্কিন ডলারের বেশি ঘুষ দেয়ার প্রস্তাব দেয়ার পাশাপাশি বিনিয়োগকারী ও ব্যাঙ্কের কাছে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগও রয়েছে আদানি ও অন্যান্যদের বিরুদ্ধে। তাতে প্রভাবিত হয়ে আদানিদের সংস্থায় বিপুল বিনিয়োগ করেছেন মার্কিন বিনিয়োগকারীরা। এই অঙ্কটা প্রায় ১৭৫ মিলিয়ন মার্কিন ডলার। ওই মিথ্যাচারের জোরেই সব মিলিয়ে গোটা বিশ্বের বিনিয়োগকারীদের থেকে ৩ বিলিয়ন ডলার লগ্নি পেয়েছে আদানি গোষ্ঠী। তাছাড়া আদানি গ্রিন নামক সংস্থাও বিপুলভাবে লাভবান হয়েছে।

এ অভিযোগের জেরে মার্কিন মুলুক-সহ বিশ্বের একাধিক দেশে আদানিদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে। ধস নামতে পারে শেয়ার বাজারেও। সদ্যই হিন্ডেনবার্গ রিপোর্টের ধাক্কা সামলাতে হয়েছে আদানি গোষ্ঠীকে। এবার নয়া ধাক্কা এল খোদ মার্কিন প্রশাসনের তরফে।