মান্দায় ৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
- সংবাদ প্রকাশের সময় : ০১:৫১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ২০ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দায় অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। নওগাঁ জেলা পুলিশ সুপার মোঃ কুতুব উদ্দিন দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানা ওসি মোঃ মনসুর রহমান ও এসআই মোঃ সুজন খান ফোর্সসহ সরকারী পিকআপ যোগে মান্দা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়।
জানা গেছে, শুক্রবার (৮ নভেম্বর) রাত ৯টায় একটি হলুদ ও নীল রংয়ের টাটা ট্রাক রাজশাহী থেকে আসতে দেখে পুলিশ ফেরিঘাটে সিগন্যাল দিলে ট্রাক ড্রাইভার সিগন্যাল অমান্য করে বেপরোয়া গতিতে পালানোর চেষ্টা করে। এ সময় কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা নিয়ে রাজশাহী থেকে নওগাঁ যাওয়ার পথে, ট্রাক ড্রাইভারসহ তিনজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এরমধ্যে দু’জনকে আটক করা গেলেও ট্রাক ড্রাইভার কৌশলে পালিয়ে যায়।
আটককৃতরা হলো- মোঃ রনি (২৬), পিতা মোঃ কামাল উদ্দিন ও মোঃ আসমাউল হোসেন (৩৮), পিতা-মোঃ হাবিবুর রহমান রজিবুল উভয় শিবগঞ্জ থানা চাপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা যায়।
এ বিষয়ে মান্দা থানার ওসি বলেন, পরে ট্রাক তল্লাশি করে কেবিনে থেকে অবৈধ মাদকদ্রব্য- ১৬ পোটলা গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার ওজন ৪৮ কেজি। যার আনুমানিক মূল্য ৮ লাখ ২০ হাজার টাকা। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করা হবে। এর সঙ্গে আর কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।