গাইবান্ধায় ভ্রাম্যমান আদালতে ২ জন মাদকসেবির কারাদন্ড
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ১১ বার পড়া হয়েছে
দাবানল প্রতিবেদকঃ গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক বিরোধী এক অভিযানে মাদক সেবনের অপরাধে ২ জনের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে পৃথক তিনটি স্থানে অভিযান পরিচালনা করা হয়। সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-ইয়াসা রহমান তাপাদার-এর নেতৃত্বে জেলা মাদ্রক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. মোস্তফা জামান এবং থানা পুলিশ টিমসহ অভিযান কালে পৌরশহরের হরিণমারী গ্রামের কাশেম মিয়ার বাড়ীতে ৫০ গাঁজাসহ মাদক সেবনের সরঞ্জাম এবং উপজেলার মহীদপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের সোহেল মিয়ার বাড়ীর থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতে বিচারক সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-ইয়াসা রহমান তাপাদার মাদক সেবনের অপরাধে পৌরশহরের হরিণমারী গ্রামের মৃত বরিজ উদ্দিনের ছেলে কাশেম মিয়াকে (৫০) দেড় বছর এবং উপজেলার দূর্গাপুর গ্রামের মন্টু মিয়ার ছেলে সোহেল মিয়াকে (২৫) ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান ছাড়াও ২ হাজার ৫শ’ টাকা করে জরিমানা আদায় করা হয়।