ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পোরশা উপজেলায় বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ

মোঃ সোয়াইব খন্দকার,নওগাঁ
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৭:০৬ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর পোরশা উপজেলায় বি এন পির দলীয় কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার (০৪ নম্ভেবর) রাতের আঁধারে উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির ওই অফিস ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে আওয়ামীলীগের দূর্বত্তীত কিছু নেতাকর্মীরা অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার (০৪ নভেম্বর) সকালে উপজেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।

দলীয় কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামীলীগের নেতা কর্মীদের দায়ী করে পোরশা উপজেলার এক বি এন পির নেতা নুরুল ইসলাম বলেন, আমরা যদি আওয়ামীলীগের অতীত ইতিহাস দেখি, তাহলে তারা বিভিন্ন বাড়িতে রাতের অন্ধকারে গিয়ে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন ও গুম করেছে।

তারই বহিঃপ্রকাশ হিসেবে আবারও জানান দিতে আমাদের দলীয় কার্যালয় অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে। সেজন্য আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। পোরশা উপজেলা বিএনপির নেতা ও ইউপি সদস্য মইদুল হোসেন বলেন, সোমবার সকালে নেতাকর্মীদের মাধ্যমে খবর পাই পোরশা উপজেলা বি এন পির দলীয় কার্যালয় দুর্বৃত্তরা ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে।

এতে পার্টি অফিসে থাকা জিয়াউর রহমান, তারেক রহমান ও খালেদা জিয়া সহ বেশ কয়েকটি ছবি, ব্যানার, অফিস কক্ষে থাকা একটি মোটরসাইকেল এবং প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে। এ ছাড়া ইটের দেয়াল ও চেয়ার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। তিনি অভিযোগ করে আরও বলেন, শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী সন্ত্রাসীরা এ অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনায় আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা চেয়ে মামলা করব। এ বিষয়ে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন রেজা বলেন, খবর পেয়ে সেনাবাহিনীসহ আমরা বিএনপির অফিস পরিদর্শন করেছি। থানায় অভিযোগ এসেছে অভিযোগের ভিত্তিতে এক জনকে গ্রেফতার ও করা হয়েছে, বাকি জড়িতদের বিরুদ্ধে ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের বিষয়টি অবগত আছি জানিয়ে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) গাজিউর রহমান মোবাইল ফোনে বাংলা টাইমস কে বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ গিয়েছিল, একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের কেউ খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পোরশা উপজেলায় বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৭:০৬ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

নওগাঁর পোরশা উপজেলায় বি এন পির দলীয় কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার (০৪ নম্ভেবর) রাতের আঁধারে উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির ওই অফিস ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে আওয়ামীলীগের দূর্বত্তীত কিছু নেতাকর্মীরা অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার (০৪ নভেম্বর) সকালে উপজেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।

দলীয় কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামীলীগের নেতা কর্মীদের দায়ী করে পোরশা উপজেলার এক বি এন পির নেতা নুরুল ইসলাম বলেন, আমরা যদি আওয়ামীলীগের অতীত ইতিহাস দেখি, তাহলে তারা বিভিন্ন বাড়িতে রাতের অন্ধকারে গিয়ে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন ও গুম করেছে।

তারই বহিঃপ্রকাশ হিসেবে আবারও জানান দিতে আমাদের দলীয় কার্যালয় অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে। সেজন্য আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। পোরশা উপজেলা বিএনপির নেতা ও ইউপি সদস্য মইদুল হোসেন বলেন, সোমবার সকালে নেতাকর্মীদের মাধ্যমে খবর পাই পোরশা উপজেলা বি এন পির দলীয় কার্যালয় দুর্বৃত্তরা ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে।

এতে পার্টি অফিসে থাকা জিয়াউর রহমান, তারেক রহমান ও খালেদা জিয়া সহ বেশ কয়েকটি ছবি, ব্যানার, অফিস কক্ষে থাকা একটি মোটরসাইকেল এবং প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে। এ ছাড়া ইটের দেয়াল ও চেয়ার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। তিনি অভিযোগ করে আরও বলেন, শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী সন্ত্রাসীরা এ অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনায় আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা চেয়ে মামলা করব। এ বিষয়ে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন রেজা বলেন, খবর পেয়ে সেনাবাহিনীসহ আমরা বিএনপির অফিস পরিদর্শন করেছি। থানায় অভিযোগ এসেছে অভিযোগের ভিত্তিতে এক জনকে গ্রেফতার ও করা হয়েছে, বাকি জড়িতদের বিরুদ্ধে ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের বিষয়টি অবগত আছি জানিয়ে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) গাজিউর রহমান মোবাইল ফোনে বাংলা টাইমস কে বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ গিয়েছিল, একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের কেউ খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।