নওগাঁয় বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি শিক্ষার্থীদের বিক্ষোভ
- সংবাদ প্রকাশের সময় : ০২:২৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
৬ দফা দাবিতে কেন্দ্রীয় বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি এন্ড ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে সারাদেশে সপ্তাহব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) উপজেলা মেইন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে দাবি উপস্থাপন করেন ছাত্র-ছাত্রী।
এ সময় বক্তব্যে মাধ্যমে রায়হান, ইমন, সুমাইয়া, শাওন, বলেন স্বতন্ত্র অধিদপ্তর গঠন ও দশম গ্রেড পদমর্যাদার পাশাপাশি স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু, নবম গ্রেডের পদসৃষ্টি করে চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেটআপ ও নিয়োগ বিধিতে অন্তর্ভুক্তির দাবি জানায় তারা। একই সঙ্গে ঢাকা আইএইচটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে সব আইএইচটিতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন করে বিদ্যমান নিয়োগবিধি ও অসঙ্গতিপূর্ণ গ্রেড সংশোধন, টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিক্যাল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে। এছাড়া সব অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করার দ্রুত দাবি।
আরও বলেন আমাদের ৬ দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই আন্দোলন চালিয়ে যাব।