খানজাহানের পুরাকীর্তির উপর রচনা প্রতিযোগিতা
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
ইসলাম প্রচারক খানজাহানের ৫৬৫ তম ওফাত দিবস উপলক্ষে ‘সমাজ সংস্কারক খান জাহান ও বিশ্ব ঐতিহ্য মসজিদের শহর বাগেরহাট”। এ বিষয়ের উপর বাগেরহাটে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট সদরের ১২টি স্কুলের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ৫৫ জন শিক্ষার্থী ক ও খ বিভাগ থেকে অংশগ্রহণ করে। রচনা প্রতিযোগিতায় সুলতানি আমলে, যতদূর জানা যায় দিল্লির যৌনপুর থেকে খানজাহান এই এলাকায় এসে ইসলাম প্রচার করেন।
এ সময় অসংখ্য দীঘি, মসজিদ,হোজরা খানা, রাস্তা, সরাইখানা নির্মাণ করেন। এসব পুরাকীর্তিকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা(ইউনেস্কো) ১৯৯৫ সালে বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রতিযোগিতার মাধ্যমে অনেক কিছু শিখতে পেরে তারা ধন্যবাদ জানান আয়োজকদের।
শনিবার (২ নভেম্বর) সকাল দশটায় বাগেরহাট শহরের যদুনাথ স্কুল এন্ড কলেজে মিলানায়তনে গবেষণা সংস্থা খানজাহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে রচনা প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম স্থান অধিকার করেছে, সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা, দ্বিতীয় স্থান অধিকার করেছেন বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মুশফিকা আক্তার মিম, তৃতীয় স্থান অধিকার করেছে উদ্দীপন বদর শামসু বিদ্যানিকেতন এর সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মোঃ জুবায়ের সরদার। খ বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন, বাগেরহাট কামিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোঃ ওমর, দ্বিতীয় স্থান অধিকার করেছেন যদুনাথ স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শেখ রাইসুল আলম, তৃতীয় স্থান অধিকার করেছেন উদ্দীপন বদর শামসু বিদ্যানিকেতনের নবম শ্রেণীর শিক্ষার্থী আসিয়া আক্তার তিশা।
দুপুর ২ টায় যদুনাথ স্কুল এন্ড কলেজের মিলনায়তনে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ। এছাড়া খানজাহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন, জেলা শিক্ষা অফিসার এস এম সায়েদুর রহমান, যদনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল,বাগেরহাট জাদুঘরের কষ্টডিয়াম মোহাম্মদ জায়েদ, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুর রহমান খানজাহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরিফুল ইসলাম প্রমুখ।