সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে খামারীর ৫ গরু চুরি
সুজন কুমার মন্ডল, জয়পুরহাট
- সংবাদ প্রকাশের সময় : ০২:০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ৬ বার পড়া হয়েছে
জয়পুরহাটে একই খামারির পাঁচটি চুরি করেছে চোরের দল। এ ঘটনায় মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে জয়পুরহাট সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী খামারি।
ক্ষতিগ্রস্ত খামারি জয়পুরহাট সদর উপজেলার কোমরগ্রাম পশ্চিমপাড়া এলাকার মনসুর রহমান।
তিনি অভিযোগ করে বলেন, সোমবার (২৮ অক্টোবর) রাতে রাতের খাবার খেয়ে আমরা পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন তিনি। ওই রাতের কোন এক সময় অজ্ঞাত সংখ্যক চোর তার খামার থেকে পাঁচটি গরুর সব কয়টি চুরি করে নিয়ে গেছে। মঙ্গলবার দিনভর অনেক খোঁজাখুঁজি করেও গরুগুলি পাওয়া যায়নি এবং গরু না পাওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় অভিযোগ দায়ের করেন বলেও জানান তিনি।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।