সংবাদ শিরোনাম ::
গোবিন্দগঞ্জে বিষ প্রয়োগে তিন বিঘা জমির ধান নষ্ট
সরকার লুৎফররহমান,গাইবান্ধা
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে আগাছা নাষক বিষ প্রয়োগ করায় সোহেল রানা নামে এক কৃষকের ৩ বিঘা জমির ধানগাছ নষ্ট করে ক্ষতি সাধন করেছে দুর্বৃত্তরা ধান নষ্ট হওয়ায় দিশাহারা কৃষক।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের -বেড়া বুজরুক নিপেনিয়া গ্রামে, রাতের আঁধারে তার জমিতে আগাছা নাষক বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা।
শনিবার সকালের দিকে জমির পরিচর্যা করতে গিয়ে দেখতে পান তার জমির ধানগাছ পুড়ে মরেগেছে। এতে কৃষকের ৩বিঘা জমির ধানগাছ পুড়ে গাছ মরে ধানচিটা হয়ে ক্ষতি সাধিত হয়েছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনায় অভিযোগ দায়ের হওয়ার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম সাংবাদিকদের জানান,এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।