সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির রিমান্ডে
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ ২২ বার পড়া হয়েছে
যুবদল নেতা শামীম হাওলাদার হত্যা মামলায় সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিন আর স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর হোসেনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (২৫ অক্টোবর) তাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক রাজু আহম্মেদ ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় মোহাম্মদপুর থেকে জাকির হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এদিন সকালে চট্টগ্রাম থেকে গ্রেফতার হয়েছিলেন মোস্তাফা কামাল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান শামীম হাওলাদার। এ ঘটনায় শামীমের ফুফাতো ভাই মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।