ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

যশোর অকৃতকার্য শিক্ষার্থীদের দফায় দফায় বিক্ষোভ

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৭:১২ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর শিক্ষাবোর্ডে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীরা ঘেরাও করে অবস্থান করে দফায় দফায় বিক্ষোভ করেছ। রোববার (২০ অক্টোবর) বেলা ১২টা থেকে বিকাল ৪ টা পযন্ত শিক্ষা বোর্ড কার্যালয়ে ভেতর এ বিক্ষোভ করে। পরিস্থিতি সামাল দিতে পর্যাপ্ত পরিমাণ পুলিশ এবং সেনাবাহিনী নিয়োজিত ছিল।

শিক্ষার্থীরা তাদের ফলাফলকে বৈষম্যমূলক দাবি করে তাদের কৃতকার্য করার দাবিতে পর্যন্ত বোর্ড চেয়ারম্যানের কক্ষের সামনে অবস্থান নেয়।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বলেন,সরকার বৈষম্যমূলকভাবে ফলাফল প্রকাশ করেছে। প্রশ্ন তুলে শিক্ষার্থীরা বলেন, সাবজেক্ট ম্যাপিং এর মধ্যে কিভাবে ফেল আসে? সিলেট বোর্ডে পরীক্ষা না দিয়ে কিভাবে বাংলা ও ইংরেজিতে এ প্লাস দেয়? অনেকে পরীক্ষা না দিয়ে কিভাবে এ প্লাস পায়? অনেক স্টুডেন্ট ভালো পরীক্ষা দেওয়ার পরও কিভাবে ফলাফল খারাপ আসে?

তারা এসএসসি ফলাফলের মাধ্যমে সব বিষয়ে ম্যাপিং করার দাবি জানান। শিক্ষার্থীদের পক্ষে রিয়াজ নামে একজন জানান, বৈষম্য নিরসনের দাবিতে যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের নিকট আমরা স্মারকলিপি দেব। বিক্ষোভে চুয়াডাঙ্গা, খুলনা, সাতক্ষীরা, যশোর ও মেহেরপুরের প্রায় ৬০ /৭০ জন শিক্ষার্থী অংশ নেন।

বিকাল ৪টার শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তারের কাছে স্মারক লিপি প্রদান করে। জানতে চাইলে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার বলেন, শিক্ষার্থীদের এই দাবি মেনে নেওয়া আমার আমার ক্ষমতার বাইরে। আমি শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করে শিক্ষা মন্ত্রণালয় পাঠিয়েছি। শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

ঘটনাস্থল থেকে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক) সার্কেল জুয়েল ইমরান বলেন। আমরা এখানে শুধুমাত্র নিরাপত্তা দেওয়ার জন্য অবস্থান নিয়েছি। আমাদের সাথে সেনা সদস্যরাও আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোর অকৃতকার্য শিক্ষার্থীদের দফায় দফায় বিক্ষোভ

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৭:১২ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪

যশোর শিক্ষাবোর্ডে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীরা ঘেরাও করে অবস্থান করে দফায় দফায় বিক্ষোভ করেছ। রোববার (২০ অক্টোবর) বেলা ১২টা থেকে বিকাল ৪ টা পযন্ত শিক্ষা বোর্ড কার্যালয়ে ভেতর এ বিক্ষোভ করে। পরিস্থিতি সামাল দিতে পর্যাপ্ত পরিমাণ পুলিশ এবং সেনাবাহিনী নিয়োজিত ছিল।

শিক্ষার্থীরা তাদের ফলাফলকে বৈষম্যমূলক দাবি করে তাদের কৃতকার্য করার দাবিতে পর্যন্ত বোর্ড চেয়ারম্যানের কক্ষের সামনে অবস্থান নেয়।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বলেন,সরকার বৈষম্যমূলকভাবে ফলাফল প্রকাশ করেছে। প্রশ্ন তুলে শিক্ষার্থীরা বলেন, সাবজেক্ট ম্যাপিং এর মধ্যে কিভাবে ফেল আসে? সিলেট বোর্ডে পরীক্ষা না দিয়ে কিভাবে বাংলা ও ইংরেজিতে এ প্লাস দেয়? অনেকে পরীক্ষা না দিয়ে কিভাবে এ প্লাস পায়? অনেক স্টুডেন্ট ভালো পরীক্ষা দেওয়ার পরও কিভাবে ফলাফল খারাপ আসে?

তারা এসএসসি ফলাফলের মাধ্যমে সব বিষয়ে ম্যাপিং করার দাবি জানান। শিক্ষার্থীদের পক্ষে রিয়াজ নামে একজন জানান, বৈষম্য নিরসনের দাবিতে যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের নিকট আমরা স্মারকলিপি দেব। বিক্ষোভে চুয়াডাঙ্গা, খুলনা, সাতক্ষীরা, যশোর ও মেহেরপুরের প্রায় ৬০ /৭০ জন শিক্ষার্থী অংশ নেন।

বিকাল ৪টার শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তারের কাছে স্মারক লিপি প্রদান করে। জানতে চাইলে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার বলেন, শিক্ষার্থীদের এই দাবি মেনে নেওয়া আমার আমার ক্ষমতার বাইরে। আমি শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করে শিক্ষা মন্ত্রণালয় পাঠিয়েছি। শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

ঘটনাস্থল থেকে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক) সার্কেল জুয়েল ইমরান বলেন। আমরা এখানে শুধুমাত্র নিরাপত্তা দেওয়ার জন্য অবস্থান নিয়েছি। আমাদের সাথে সেনা সদস্যরাও আছেন।